ফ্লোরিডার অরল্যান্ডোতে মোবাইল কনস্যুলার সার্ভিসের মাধ্যমে (ভ্রাম্যমাণ) কনস্যুলার সেবা প্রদান করতে যাচ্ছে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল (মায়ামী)। বুধবার (১১ই মে) মায়ামী’র এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ০৪ থেকে ০৫ জুন ২০২২ তারিখে ফ্লোরিডার অরল্যান্ডোতে মোবাইল কনস্যুলার সার্ভিসের মাধ্যমে কনস্যুলার সেবা প্রদান করা হবে।এর পর থেকে প্রতি তিন মাস অন্তর এই সেবা দিবে তারা।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়,  যে সেবাগুলো প্রবাসীরা নিতে পারেন, তার মধ্যে নো ভিসা রিকোয়ার্ড (NVR) এনডোর্সমেন্ট, পাওয়ার অব এটর্নি সত্যায়ন, অন্যান্য ডকুমেন্ট সত্যায়ন।

আর এই সেবা পেতে প্রয়োজনীয় সকল ডকুমেন্টের মূল কপি ও ফটোকপি সাথে আনার জন্য এবং মানি অর্ডার পোস্টাল অর্ডার/ব্যাংক সার্টিফাইড চেক/ক্রেডিট কার্ড (৩.৫% বণিক চার্জ প্রযোজ্য)- এর মাধ্যমে সরকার কর্তৃক নির্ধারিত কনস্যুলার সেবা ফি প্রদানের জন্য সেবা গ্রহীতাদের বিনীত অনুরোধ জানানো হয়। এতে আরো বলা হয় এক্ষেত্রে নগদ অর্থ ও ডেবিট কার্ড গ্রহণযোগ্য হবে না।

পিডিএফ ফাইল দেখতে এখানে ক্লিক করুন

627c27aa7b2f7379267800