বাংলাদেশের ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজের সময়সূচি প্রকাশ করা হয়েছে। আজ (রোববার) ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ সূচি প্রকাশ করে। তাতে দেখা গেছে পূর্ণাঙ্গ এই সিরিজ ১৬ই জুন শুরু হবে টেস্ট ম্যাচ দিয়ে। একমাসের এই সফর বাংলাদেশ শেষ করবে ১৬ই জুলাই ওয়ানডে দিয়ে।

প্রথম টেস্ট, ১৬-২০ জুন, অ্যান্টিগা, খেলা শুরু রাত ৮টা

দ্বিতীয় টেস্ট, ২৪ থেকে ২৮ জুন, খেলা শুরু রাত ৮টা

প্রথম টি-২০, ২ জুলাই, দিবাগত রাত ২টা

দ্বিতীয় টি-২০, ৩ জুলাই, দিবাগত রাত ২টা

তৃতীয় টি-২০, ৭ জুলাই, দিবাগত রাত ২টা

প্রথম ওয়ানডে, ১০ জুলাই, রাত ১১টা

দ্বিতীয় ওয়ানডে, ১৩ জুলাই, রাত ১১টা

তৃতীয় ওয়ানডে, ১৬ জুলাই, রাত ১১টা

বাংলাদেশের পাশাপাশি ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের সূচিও প্রকাশ করেছে ওয়েস্ট ইন্ডিজ। উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজ সফরকে সামনে রেখে ইতোমধ্যেই দেশটিতে অবস্থান করছে বাংলাদেশ দল। টেস্ট ম্যাচ সামনে রেখে এখন চলছে তিনদিনের প্রস্তুতি ম্যাচ।