শ্রীলঙ্কায় টানা বৃষ্টি লেগেই আছে। যে কারণে প্রাইম মিনিস্টার মাহিন্দ্রা রাজাপাকসে ফুটবলে বাংলাদেশ আজও মাঠে নামতে পারেনি!
সোমবার ম্যাচ পেছানোর পর সেশেলসের বিপক্ষে আজ মাঠে নামার প্রস্তুতি নিচ্ছিলেন জামাল-তপুরা। কিন্তু বৃষ্টির কারণে মঙ্গলবারও তাদের ম্যাচটি পরিত্যক্ত করা হয়েছে। কাল বুধবার ম্যাচটি হতে পারে।
বার বার ম্যাচ পেছানো নিয়ে বাংলাদেশ দলের কোচ মারিও লেমসও কিছুটা হতাশ। বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘খেলার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছিলাম। কিন্তু ম্যাচ কমিশনার এসে জানালো খেলা হবে না। এখন কী আর করার। হয়তো বিকালে অনুশীলনে করতে হবে। তবে সেশেলসের বিপক্ষে ম্যাচটি কাল হওয়ার সম্ভাবনা আছে।’
বাংলাদেশ দলের ম্যানেজার সত্যজিত দাশ রুপু জানিয়েছেন, ‘আজ বাংলাদেশের খেলা হচ্ছে না। আয়োজকরা মিটিংয়ে বসেছে। শিগগিরই তার জানাবে আমাদের খেলা কখন হবে।’
বাংলাদেশের ম্যাচ না হলেও আজ বিকালে কলম্বো রেসকোর্স ময়দানে মালদ্বীপ-শ্রীলঙ্কার ম্যাচটি হওয়ার কথা।