সংস্কারের কারণে এফডিসির চেনা রূপ এখন চেনা দায়। মূল ফটক নেই। প্রবেশ করতে হয় পার্শ্ববর্তী নামসর্বস্ব দ্বার দিয়ে। সেখানেই সারি সারি পুলিশ। কেউ ভেতরে প্রবেশ করতে চাইলে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরখ করা হচ্ছে তার নাম ও পরিচয়।

আজ শুক্রবার (১৯ এপ্রিল) এমনই চিত্র দেখা যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) আঙিনায়। কারণ চলছে বহুল আলোচিত চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। এ দিন সকাল ৯টায় শুরু হয়েছে ভোটগ্রহণ। মধ্যাহ্নে এক ঘণ্টা বিরতি দিয়ে চলবে বিকাল ৫টা পর্যন্ত।

সুশৃংখল, অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বলে জানান ভোটার ও প্রার্থীরা। নির্বাচন কমিশন বলছেন, ৫৭০ জন ভোটার,  একজনে ২১টি ভোট দিবেন। নিরাচনের পরিবেশ সুষ্ঠু রাখার জন্য আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে। প্রধান নির্বাচন কমিশনার জানান, ব্যালট,  ব্যালট বাক্স প্যানেল প্রাধনদের দেখিয়ে শুরু করার কারনে আধা ঘন্টা দেড়ি হয়েছে। সাড়ে নয়টায় ভোট গ্রহন শুরু হয়েছে শেষ হবে সাড়ে পাঁচটায়।

নির্ধারিত সময়ের আধা ঘন্টা পড়ে সাড়ে ৯রায় শুরু হয় ভোটগ্রহণ।  শুরু হওয়ার পর পছন্দের প্রার্থীকে ভোট দেয়ার জন্য অভিনয়শিল্পীদের আগমনে মুখর হয়ে উঠেছে বিএফডিসি প্রাঙ্গণ।

ভোটারের পরিবেশ ও সুষ্ঠুভাবে ভোট দিতে পরে খুশি ভোটাররা। বিজয়িরা শিল্পীদের উন্নয়নে কাজ করবে বলে আশা তাদের। ২১ সদস্য বিশিষ্ট কমিটির এ নির্বাচনে ছয়জন স্বতন্ত্রসহ দুটি প্যানেল থেকে প্রতিদ্বন্দিদ্বতা করছেন ৪৮ জন প্রার্থী। প্যানেল দুটি হচ্ছে―মাহমুদ কলি ও নিপুণ আক্তার এবং অন্যটি মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল। সকালে ভোটার উপস্থিতি কম থাকলেও বিকেলে বাড়বে বলে প্রত্যাশা প্রার্থীদের।

এবার প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন প্রযোজক খোরশেদ আলম খসরু। তিনি জানান, এবারের মোট ভোটার ৫৭০ জন। সম্পাদকীয় পদ ১০টি, কার্যকর নির্বাহী পদ ১১টি।  মোট ২১টি পদে একজন ভোটার ভোট দিবেন। তাদের সুবিধার জন্য সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হয়েছে। ভোট শুরু হয়েছে সাড়ে নয়টায়। নামাজ ও খাবারের জন্য এক ঘন্টা বিরতিসহ তা শেষ হবে বিকাল সাড়ে পাঁচটায়।