প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষের কষ্ট কমাতে প্রস্তাবিত বাজেটে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানো হয়েছে। দেশ ও মানুষকে ভালো রাখাই তাঁর একমাত্র লক্ষ্য।

ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে রাজধানীতে আওয়ামী লীগের আলোচনা সভায় তিনি একথা বলেন। মানুষের আস্থা ও বিশ্বাস তাঁর একমাত্র শক্তি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সেই শক্তি নিয়েই দেশকে এগিয়ে নিতে চান।

ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে রাজধানীতে এই আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগ। তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়। এতে যোগ দেন দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় ৬ দফার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় নেতারা।

আলোচনা সভায় পাকিস্তান আমলে সামরিক বেসামরিক বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যের চিত্র তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সে সময় অনেক নেতা থাকলেও পশ্চিম পাকিস্তানীদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন একমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

বক্তব্যে নতুন অর্থবছরের বাজেটের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন শেখ হাসিনা। তিনি বলেন, মানুষের জীবনমান উন্নয়ন করাই সরকারের লক্ষ্য। সেজন্য বাজেটে নিত্যপণ্যের দাম কমানো হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, নিম্ন আয়ের মানুষকে বিনামূল্যে খাবার দেয়ার পাশাপাশি সরকার সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতা বাড়িয়েছে।

অস্বচ্ছল যারা তাদেরকেও নিত্যপণ্য সরবরাহ করে সহযোগিতা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।