কয়েক দিন বৃষ্টি হলেও ভালো হয়নি ঢাকার বায়ুর মান। স্কোর ২২২ নিয়ে বিশে^ শীর্ষ অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। ফলে আজ ঢাকার বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়েছে। আজ সোমবার (১৩ই মে) সকাল সোয়া আটটার বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য।
এদিকে, তালিকার ২য় অবস্থানে থাকা দিল্লির বায়ুর মানের স্কোর ১৭৯। ফলে সেখানকার বায়ু ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। সূচকে স্কোর ১৬১ নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা শহর। আর স্কোর নিয়ে ১৫৬ চতুর্থ অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর।
আইকিউএয়ারের মানদ- অনুযায়ী, স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে ‘মাঝারি’ বা ‘গ্রহণযোগ্য’ মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’ বায়ু। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তাকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু ধরা হয়। ৩০১ থেকে তার ওপরের স্কোরকে ‘দুর্যোগপূর্ণ’ বা ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়।
বায়ুদূষণ বেশি হলে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন সংবেদনশীল গোষ্ঠীর ব্যক্তিরা। তাঁদের মধ্যে আছেন বয়স্ক, শিশু, অন্তঃসত্ত্বা ও জটিল রোগে ভোগা মানুষেরা। তাঁদের প্রতি বিশেষ যতœবান হওয়া দরকার বলে পরামর্শ বিশেষজ্ঞদের।