সদ্য সমাপ্ত স্প্যানিশ সুপার কাপের শিরোপা জয়ের পর প্রথম ম্যাচেই নিজেদের জয়ের ধারা ভাঙল রিয়াল মাদ্রিদ। টানা ২১ ম্যাচ অপরাজেয় রিয়ালকে পরাজিত করল তাদের নগর প্রতিদ্বন্ধী অ্যাতলেটিকো মাদ্রিদ। রিয়ালের হতাশার রাতে ম্যাচ জিতে কোপা দেল রের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল বার্সেলোনা।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বাংলাদেশ সময় দিবাগত রাত আড়াইটায় ওয়ান্ডা মেট্রোপলিটানোতে কোপা ডেল রে’র শেষ ষোলোর ম্যাচে ৪-২ ব্যবধানে হেরেছে রিয়াল মাদ্রিদ। ফলে ২১ ম্যাচ পর থামল মাদ্রিদের অপরাজেয় থাকার রেকর্ড। এই জয়ে টুর্নামেন্টের কোয়ার্টার-ফাইনালে উঠল অ্যাতলেটিকো।

স্যামুয়েল ডিয়াস লিনোর গোলে শুরুতে এগিয়ে যায় অ্যাতলেটিকো। তবে তাদের ভুলেই প্রথমবার সমতায় ফেরে রিয়াল। অ্যাটলেটিকো গোলরক্ষক ইয়ান ওবলাকের আত্মঘাতী গোলে ম্যাচে ফেরে রিয়াল।

এরপর আলভারো মোরাতার গোলে ফের লিড নেয় স্বাগতিকরা। এবার রিয়ালকে সমতায় ফেরান হোসেলু। ফলে সমতায় শেষ হয় নির্ধারিত সময়ের খেলা। অতিরিক্ত সময়ে অ্যান্টোইন গ্রিজমান গোল করে অ্যাটলেটিকোকে এগিয়ে দেন। কিছুক্ষণ পরই ব্যবধান বাড়ান রদ্রিগো রিকেলমে।

এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এর আগে একটি ম্যাচেই হেরেছিল রিয়াল। সেটিও ছিল অ্যাটলেটিকোর বিপক্ষে গত সেপ্টেম্বরে লা লিগায়। একই মাঠে আরও একবার হারের তেতো স্বাদ নিতে হলো লস ব্ল্যাঙ্কোসদের। থামল ২১ ম্যাচের অপরাজেয় যাত্রা।

স্প্যানিশ সুপার কাপে যেই বার্সেলোনাকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরেছিল রিয়াল সেই বার্সেলোনা সহজে উতড়ে গেছে কোপা দেল রের শেষ ষোলোর ধাপ। তৃতীয় সারির দলের বিপক্ষে প্রথমে পিছিয়ে পড়েও ৩-১ গোলে জয় দিয়ে কোপা দেল রের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল বার্সেলোনা।

বার্সেলোনার জয়ের রাতে গোল তিনটি করেন তোরেস, জুল কুন্দে ও আলেহান্দ্রো বাল্দে। এই শুক্রবার হবে কোপা দেল রের শেষ আট দলের ড্র। যেখান থেকে কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ নির্ধারণ করা হবে। বার্সার সম্ভাব্য সাত প্রতিপক্ষ হল সেভিলা, অ্যাথলেটিক ক্লাব, ম্যালোর্কা, সেল্টা, রিয়াল সোসিয়েদাদ, জিরোনা এবং অ্যাটলেটিকো মাদ্রিদ।