দলের সিদ্ধান্ত অমান্য করে প্রথম ধাপের উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করায় বিএনপির ৭৩ জন নেতাকে বহিষ্কার করা হয়েছে। আজ শুক্রবার (২৬ শে এপ্রিল) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পৃথক চিঠিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে এসব নেতাদের নির্দেশক্রমে বহিষ্কার করা হয়েছে।
এর আগে স্থানীয় সরকার নির্বাচন বর্জনের দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রথম ধাপের উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করায় ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেয় দলটি।
কোন বিভাগে কত জন বহিস্কার হলেন:
চট্টগ্রাম বিভাগে চারজন, রাজশাহী বিভাগে ১০ জন, ময়মনসিংহ বিভাগে ১৬ জন, সিলেট বিভাগে নয়জন, বরিশাল বিভাগে ছয়জন, কুমিল্লা বিভাগে আটজন, খুলনা বিভাগে তিনজন, রংপুর বিভাগে ১১ জন ও ফরিদপুর বিভাগে ছয়জন।