বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান দাবি করেছেন, বিএনপিকে নিয়ে বর্তমান সরকারের এমপি-মন্ত্রীদের বক্তব্যের কোন সত্যতা নেই। তিনি আজ (৩০শে মার্চ) কারামুক্ত ঢাকা মহানগর দক্ষিণ সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের বাসায় গিয়ে সাংবাদিকদের কাছে এমন দাবি করেন।

বিএনপি বিদেশিদের ওপর কখনো নির্ভর করে না দাবি করে তিনি বলেন, বিদেশিদের ওপর নির্ভর করলে আন্দোলন অব্যাহত রাখতো না। সরকার মুখে যা বলে তা কাজের মাধ্যমে প্রমাণ করার দাবি জানান মঈন খান। বলেন, প্রতিনিয়ত বিএনপি নেতাকর্মীদের ওপর নির্যাতন চালানো হচ্ছে, এক দলীয় শাসন কায়েম করায় ক্ষমতায় থাকার বৈধতা হারিয়েছে আওয়ামী লীগ।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের বিগত তিনটি নির্বাচনের ইতিহাস দেখুন। দেশের ১২ কোটি ভোটার এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে। কিন্তু সরকার গায়ের জোরে ক্ষমতায় আছে। সরকারকে মানুষের ভোটের স্বাধীনতা ফিরিয়ে দিতে হবে। আমরা মুক্ত পরিবেশে বসবাস করতে চাই। কথা বলার স্বাধীনতা চাই।