আগামী দিনের রাজনীতি কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়, বরং সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন ও দেশের উন্নয়নের জন্য পরিচালিত হবে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় টাঙ্গাইল উপজেলার দরুন চরজানা বাইপাস এলাকায় এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, আগামী ১২ তারিখ কেবল একটি নির্বাচনের দিন নয়, এটি বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের দিন। গত ১৫ বছর যারা মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল, তাদের দুঃশাসনের অবসান ঘটিয়ে গণতন্ত্র ও মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে দেশের প্রতিটি মানুষকে ৫ আগস্টের মতো রাজপথে ও ভোটকেন্দ্রে সক্রিয় হতে হবে।
টাঙ্গাইলের স্থানীয় অর্থনৈতিক সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, টাঙ্গাইল শাড়ি আমাদের গর্ব। গার্মেন্টস পণ্যের মতো টাঙ্গাইলের শাড়িও যেন বিশ্ববাজারে রপ্তানি করা যায়, সে উদ্যোগ নেবে বিএনপি। টাঙ্গাইলকে একটি পরিকল্পিত শিল্পনগরী হিসেবে গড়ে তোলা হবে।
তিনি বলেন, এ অঞ্চলে উৎপাদিত আনারস প্রক্রিয়াজাত করে বিদেশে রপ্তানি করা হবে এবং ঐতিহ্যবাহী তাঁতশিল্পকে আধুনিক পরিকল্পনার আওতায় এনে পুনরুজ্জীবিত করা হবে।
ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে তারেক রহমান নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে ‘ফ্যামিলি কার্ড’ এবং কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ চালুর ঘোষণা দেন। তিনি উল্লেখ করেন, কৃষকরা ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে, তাই কৃষি ঋণ ১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ মওকুফ করার পরিকল্পনা রয়েছে বিএনপির। এছাড়া মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন এবং অন্য ধর্মাবলম্বী ধর্মীয় গুরুদের জন্য মাসিক সরকারি সম্মানীর ব্যবস্থা করার প্রতিশ্রুতিও দেন তিনি।
ভোটের সুরক্ষা নিয়ে দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষকে সতর্ক করে তিনি বলেন, ঐক্যবদ্ধ থাকলে কেউ ভোটাধিকার কেড়ে নিতে পারবে না। এখনো কেউ কেউ বাড়ি বাড়ি গিয়ে জাতীয় পরিচয়পত্র ও বিকাশ নম্বর সংগ্রহ করে ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
জনসভা শেষে তিনি টাঙ্গাইলের আটটি আসনের দলীয় প্রার্থীদের জনগণের কাছে পরিচয় করিয়ে দেন এবং তাদের দেখাশোনার দায়িত্ব সাধারণ মানুষের ওপর অর্পণ করেন। জনসভায় তারেক রহমান দেশের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করে বলেন, এ দেশ কোনো দলের বা কারো ব্যক্তিগত সম্পত্তি নয়; এ দেশ লাখো-কোটি মানুষের এবং এর প্রকৃত মালিক এই দেশের জনগণ।
বিগত সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, গত ১৫-১৬ বছর ধরে মানুষ উন্নয়নের অধিকার থেকে বঞ্চিত হয়েছে এবং মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি করা হয়েছে। গুম, মিথ্যা মামলা এবং গায়েবি মামলার শিকার হওয়া সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে দিতে ১২ তারিখের নির্বাচনে দলমত নির্বিশেষে সকলকে ভোটকেন্দ্রে উপস্থিত হওয়ার আহ্বান জানান তিনি।












