ফ্লোরিডায় বিক্রমপুর মুন্সীগঞ্জ ফাউন্ডেশন এর উদ্যোগে বনভোজনের আয়োজন করা হয়েছে। আজ রোববার (২০ অক্টোবর) দুপুরে কোয়াইট ওয়াটার পার্ক ৪১০, সাউথ পাওয়ারলাইন রোড, ডিয়ারফিল্ড বিচ ফ্লোরিডা তে একটি উৎসবমুখর পরিবেশে এটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এদিন বনভোজনের সাথে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান; ছোট বড়দের ক্রীড়া প্রতিযোগিতা; বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানসহ নানা আড্ডার আয়োজন করা হয়েছে।
বনভোজনে যোগ দিতে ফ্লোরিডার সকল প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণ করার আহবান করা হয়েছে। আশা করা যাচ্ছে এদিন প্রবাসী বাঙালি পরিবারগুলোর উপস্থিতিতে এক মিলন মেলায় রূপ নেবে। অনুষ্ঠান চলবে দুপুর ১২ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত।