যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অনুষ্ঠিত হয়ে গেল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৮১ তম ব্যাচের মিলনমেলা। গত ৭ ও ৮ অক্টোবর বেল গ্লেড প্রাঙ্গণে অনুষ্ঠিত মিলনমেলায় যুক্তরাষ্ট্র ও কানাডা থেকে অর্ধ শত সদস্য তাদের পরিবার নিয়ে অংশগ্রহণ করেন। ষষ্ঠবারের মত  এ অনুষ্ঠানের সার্বিক আয়োজন করা হয় আব্দুল মাহফুজ এর তত্বাবধানে।

অনুষ্ঠানে বেল গ্লেড সিটির মেয়র মি. উইলসন এর উপস্থিতি সবাইকে মুখরিত করে তোলে। এছাড়া স্থানীয় সামাজিক সংগঠন বাংলাদেশ এসোসিয়েশন অফ ফ্লোরিডা, বাংলাদেশ ক্লাব অফ ফ্লোরিডা, একতারা ফ্লোরিডা এর নেতৃবৃন্দরা উপস্থিত থেকে ৮১ ব্যাচকে উৎসাহিত করে।

এর পর দুপুরে আগত সবার জন্য এক ভোজের আয়োজন করা হয়।

অতিথিদের মেহমানদারির পর বিকেলে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় সঙ্গিত পরিবেশন করেন স্থানীয় শিল্পী শর্মিলা ভট্টাচার্য, কে জামান বাবু, ক্যালিফোর্নিয়া থেকে আগত রাজিন কবির নয়ন এবং নিউইয়র্ক থেকে তানিয়া হাসান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন মীর চৌধুরী, হাফিজুর রহমান, নাছির জামশেদ হোসেন এবং অনুষ্ঠানের মূল আয়োজক আব্দুল মাহফুজ।

সার্বিক অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন এবিএম মোস্তফা ও এমরান জনি।