খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সাম্প্রতিক সহিংসতায় অন্তর্বর্তী সরকারের কাছে ৭ দাবি জানিয়েছে ‘বিক্ষুদ্ধ জুম্ম ছাত্র-জনতা’। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আজ শনিবার (২১শে সেপ্টেম্বর) সকালে এক সংবাদ সম্মেলনে এই দাবিগুলো উপস্থান করে সংগঠনটি। অন্তর্বর্তী সরকারের কাছে তাদের দেয়া দাবিগুলো হলো:
১. খাগড়াছড়ি সদর, দিঘীনালা ও রাঙামাটিতে সাম্প্রদায়িক সহিংসতার শিকার পাহাড়ি অধিবাসীসহ তিন পার্বত্য জেলার জুম্ম জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
২. জাতিসংঘের তত্ত্বাবধানে ও অংশগ্রহণে রাঙামাটি, খাগড়াছড়ি সদর ও দীঘিনালা হামলার তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
৩. সেনাবাহিনীর এলোপাতাড়ি গুলিতে খুন হওয়া ব্যক্তিদের পরিবারবর্গকে যথাযথ ক্ষতিপূরণ এবং আহতদের সুচিকিৎসা প্রদানের ব্যবস্থা করতে হবে।
৪. জুম্মদের ক্ষতিগ্রস্থ বৌদ্ধ বিহার পুনঃনির্মাণ ও দোকান-পাট ও বাড়িঘরের মালিকদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে হবে।
৫. ঘটনার সাথে জড়িত সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের বরখাস্ত এবং শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৬. পাবত্য চট্টগ্রামে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে সেনা-সেটলারদের প্রত্যাহার করতে হবে।
৭. পার্বত্য চট্টগ্রাম সমস্যার রাজনৈতিক সমাধানের লক্ষ্যে অবিলম্বে স্বায়ত্তশাসন প্রদানসহ পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।