বিচারবিভাগ সংস্কারের যে উদ্যোগ নেয়া হয়েছে তারই পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্টদের সাথে আলাপ-আলোচনা চলছে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। রোববার (১৯ জানুয়ারি) সকালে চট্টগ্রাম আদালত পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

পরে আদালতের নথি, সাক্ষ্যসহ যাবতীয় তথ্য অনলাইনের আওতায় আনার বিষয়ে বিচারকদের সাথে কথা বলেন প্রধান বিচারপতি।

এসময় প্রধান বিচারপতির কাছে হাইকোর্টের সার্কিট বেঞ্চ স্থাপনসহ বিভিন্ন দাবি তুলে ধরেন আইনজীবীরা। এর আগে চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের সামনে বৃক্ষরোপন করেন প্রধান বিচারপতি।