জুভেন্টাসের জার্সিতে আর দেখা যাবে না পাওলো দিবালাকে। তুরিনের সঙ্গে ৭ বছরের সম্পর্কের ইতি টানলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। আগেই জানিয়েছিলেন, সোমবার জুভদের হয়ে শেষ ম্যাচ খেলতে নামবেন তিনি। ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির একাদশে সুযোগ পেয়ে মাঠে নামলেন দিবালা। রোববার জুভেন্টাসের হয়ে নিজের শেষ ম্যাচটি খেলে ফেলেছেন আর্জেন্টাইন তারকা।

ল্যাজিওর বিপক্ষে ২-২ গোলে ড্র করে জুভেন্টাস। ম্যাচে ৭৮ মিনিট খেলেন দিবালা। সাজঘরে ফেরার পথে বাচ্চাদের মতো ফুঁপিয়ে কাঁদছিলেন পাওলো দিবালা। সতীর্থরা জড়িয়ে ধরে, পিঠ চাপড়ে দিচ্ছিলেন সান্ত্বনা। গ্যালারি ভর্তি দর্শকরা করতালি দিয়ে জানাচ্ছিলেন অভিবাদন।

চুক্তি নবায়ন নিয়ে দুই পক্ষ এক হতে পারলেন না। ফলে আগামী মৌসুমে যে নতুন ক্লাবে যোগ দিতে যাচ্ছেন তা জানিয়ে দিলেন এ আর্জেন্টাইন তারকা। দীর্ঘ ৭ বছরের সম্পর্কের ইতি টানার ম্যাচে আবেগপ্রবণ হয়ে পড়েন দিবালা।

অবশ্য এক মাস ধরেই গুঞ্জন চলছে নতুন মৌসুমে নতুন ঠিকানায় দেখা যাবে দিবালাকে। একদিন আগেই ইতালিয়ান সিরিআর ক্লাবটি ছাড়ার ঘোষণা দিয়ে টুইট করে আর্জেন্টাইন তারকা।

ল্যাজিওর বিপক্ষে মাঠে নামার আগে টুইটে দিবালা লিখেছেন, ‘জুভেন্টাসকে বিদায় জানানোর বিষয়ে সঠিক শব্দ খুঁজে পাওয়া কঠিন।

যদিও ম্যাচে নামার আগেই দিয়েছিলেন আনুষ্ঠানিক ঘোষণা। বিদায়ের বার্তা দিয়ে দিবালা সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘এত বছর, এত আবেগের সম্পর্কের পর আমি ভেবেছিলাম আমরা হয়তো আরও অনেক বছর একসঙ্গে থাকব। কিন্তু, ভাগ্য আজ আমাদের দুদিকে নিয়ে যাচ্ছে। এত বছরের অভিজ্ঞতা, গোল, ম্যাচ, প্রত্যেক ম্যাচ-আমি কখনও ভুলব না।’

জুভেন্টাসের সঙ্গে সাত বছরের স্মৃতি নিয়ে আর্জেন্টাইন তারকা লিখেছেন, ‘আমি আপনাদের সঙ্গেই বড় হয়েছি, শিখেছি, স্বপ্ন দেখেছি, বেঁচে থেকেছি। সাতটি বছর, ১২টি শিরোপা আর ১১৫ গোলের এ যাত্রা স্বপ্নের মতো ছিল, যা কেউ কেড়ে নিতে পারবে না। কোনোদিনই নয়।’

দিবালা আরও লিখেছেন, ‘কঠিন সময়ে আমার পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ। প্রথম থেকে শেষ পর্যন্ত যাঁরা আমার পাশে ছিলেন, সাহায্য করেছেন, ক্লাবের ভেতরের মানুষ থেকে আমাদের ভক্ত সমর্থক, কোচ, ম্যানেজার সবাইকে ধন্যবাদ জানাই। এ বিখ্যাত জার্সির পরার সঙ্গে এ ক্লাবকে অধিনায়কত্ব দেওয়ার ঘটনাটি আমার জীবনের অন্যতম গর্বের ঘটনা হয়ে থাকবে, যা আমি আমার সন্তান ও নাতিপুতিদের দেখাতে পারব হয়তো কোনো এক দিন।’

বিবিসির প্রতিবেদন অনুসারে, ২০১৫ সালে পালের্মো থেকে ২৩.৮ মিলিয়ন ইউরোতে জুভেন্টাসে গিয়েছিলেন দিবালা। জুভেন্টাসের হয়ে এ সাত বছরে সব মিলিয়ে ২৯১ ম্যাচ খেলেছেন তিনি। এই সময়ে দলটির হয়ে ১১৫ গোল করেছেন তিনি। জিতেছেন ১২টি ট্রফি। আর ২০০৪ সালে জুভেন্টাসে যোগ দেওয়া কিয়েল্লিনি জুভেন্টাসে কাটিয়ে দিলেন এত বছর। অবশেষে ক্লাবটির হয়ে ৫৫৯ টি ম্যাচ খেলে বিদায় বলে দিলেন। সম্প্রতি ইতালির জাতীয় দল থেকেও অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন এই তারকা ফুটবলার।