ইংলিশ এফএ কমিউনিটি শিল্ড কাপ ফুটবলের শিরোপা জিতেই এবারের মৌসুম শুরু করলো ইংলিশ জায়ান্ট আর্সেনাল। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে আর্সেনাল টাইব্রেকারে ৪-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটিকে।
খেলার শুরু থেকেই দুই দলের স্ট্রাইকারদের ব্যর্থতায় প্রথমার্ধ শেষ হয় কোন গোল ছাড়াই। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে ৭৭ মিনিটে কোল পালমারের গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। তবে, খেলার শেষ পর্যায়ের অতিরিক্ত সময়ে লিওন্দ্র ত্রোসাদের গোলে আর্সেনাল ১-১ গোলের সমতায় ফিরলে খেলা গড়ায় টাইব্রেকারে।
এই আসরের নিয়ম অনুযায়ী নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত ৩০ মিনিট খেলা হয় না। সমতায় থাকলে ম্যাচ সরাসরি চলে যায় টাইব্রেকারে। সেখানে আর্সেনালের অধিনায়ক মার্টিন ওডেগার্ডের পর একে একে সফল স্পট কিক নেন সমতা ফেরানো তোসার, বুকায়ো সাকা ও ফাবিও ভিয়েইরা।
তবে সিটির হয়ে জালের দেখা পান শুধু বের্নার্দো সিলভা। কেভিন ডি ব্রুইনার শট লাগে বারে আর রদ্রির শট ডান দিকে ঝাঁপিয়ে পড়ে রুখে দেন আর্সেনাল গোলরক্ষক অ্যারন রামসডেল। তাতে ৪-১ ব্যবধানের জয়ে ইংলিশ ফুটবলের গৌরবের ঢাল পেয়ে যায় গানাররা। আর কোচ মিকেল আরতেতা পান তৃতীয় ট্রফির দেখা।
আর্সেনালের ২০২০ সালের পর এটিই প্রথম শিরোপা। সর্বশেষ শিরোপাটাও ছিল এই কমিউনিটি শিল্ড। সেবারও তারা জিতেছিল ট্রাইব্রেকারে। প্রতিপক্ষ ছিল লিভারপুল। আজ সিটির বিপক্ষে জয়ে লিভারপুলকেও ছাড়িয়ে গেছে আর্সেনাল। গানারদের কমিউনিটি শিল্ড এখন ১৭টি, অলরেডদের ১৬টি।
আর প্রিমিয়ার লিগের হ্যাটট্রিক চ্যাম্পিয়ন সিটি কমিউনিটি শিল্ডে গড়ল হ্যাটট্রিক রানার্স আপ হওয়ার নেতিবাচক রেকর্ড। এর আগে টানা তিনবার রানার্স আপ হয়েছিল সিটির নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড।