বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় একুশের শহীদদের স্মরণ করছে জাতি। কেন্দ্রীয় শহীদ মিনারে বেদীতে ফুল আসছেন সর্বস্তরের মানুষ। খালি পায়ে দাঁড়াচ্ছেন শহীদ বেদীতে।ভাষার জন্য শহীদ হওয়া দেশের শ্রেষ্ঠ সন্তানদের ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছে জাতি। ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর উন্মুক্ত করে দেওয়া হয় শহীদ মিনার প্রাঙ্গণ।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে দেশজুড়ে শহীদ মিনারে ঢল নামে মানুষের।

চট্টগ্রাম

চট্টগ্রামে রাত ১২ টায় একুশের প্রথম প্রহরে সিএমপি’র সশস্ত্র অভিবাদনের মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। নিউমার্কেটস্থ মিউনিসিপাল মডেল স্কুল এন্ড কলেজ চত্বরে অবস্থিত শহীদ মিনারে এই অভিবাদন জানানো হয়। এরপর একে একে ভাষা শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম, সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়, মহানগর মুক্তিযোদ্ধা সংসদ, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন।

সিলেট 

একুশের প্রথম প্রহরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচি। রাত বারোটা এক মিনিটে শহীদ মিনার বাস্তবায়ন পরিষদ প্রথমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে। পরে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, জেলা প্রশাসক শেখ রাসেল হাসান একে একে শ্রদ্ধা নিবেদন করেন। এরপরই বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ মহান ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

বরিশাল

বরিশালে নানা আয়োজনে পালিত হচ্ছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসের প্রথম প্রহর রাত বারোটা এক মিনিটে বিভাগীয় কমিশনার মো: শওকত আলী, পুলিশ কমিশনার, ডিআইজি, জেলা প্রশাসকসহ প্রশাসনের কর্তাব্যক্তি, বরিশাল সিটি মেয়রের পক্ষে কাউন্সিলর বৃন্দ ও সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

রাজশাহী

রাজশাহীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাত ১২ টা ১ মিনিটে রাজশাহী কলেজ শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী কামাল ও সহ-সভাপতি শাহিন আক্তার রেনীসহ নেতাকর্মীরা। পরে মহানগর ও জেলা বিএনপি পুস্পস্তবক অর্পণ করে।

অপরদিকে ভুবন মোহন পার্ক শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ডাবলু সরকার ও রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান মীর ইকবাল।

রংপুর

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে রংপুরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম প্রহরে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে, রংপুর সিটি কর্পোরেশন, বিভাগীয় প্রশাসন, ডিআইজি রংপুর রেঞ্জ, মেট্রোপলিটন পুলিশ, জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, প্রেসক্লাব, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন।

চাঁপাইনবাবগঞ্জ

বিনম্র শ্রদ্ধা এবং যথাযোগ্য মর্যাদায় চাঁপাইনবাবগঞ্জে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। একুশের প্রথম প্রহরে রাত ১২ টা ১মিনিটে শহীদদের স্মরণে নবাবগঞ্জ সরকারি কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন ও পুলিশ সুপার মো, ছাইদুল হাসান। পরে সিআইডি’র পক্ষে অ্যাডিশনাল ডিআইজি, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, নবাবগঞ্জ সরকারি কলেজ, সিভিল সার্জন অফিস, চাঁপাইনবাবগঞ্জ  পৌরসভা, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, গণপূর্ত বিভাগ, সড়ক ও জনপথ, পানি উন্নয়ন বোর্ড, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, সিভিল সার্জন অফিস, সমাজসেবা অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, উপজেলা প্রশাসন, জেলা কারাগার, আঞ্চলিক পাসপোর্ট অফিস, শিল্পকলা একাডেমি, গার্ল গাইড, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

শরীয়তপুর

শরীয়তপুরে একুশের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে রাত বারোটার আগেই জেলার  কেন্দ্রীয় শহীদ মিনারে ঢল নামে বিভিন্ন শ্রেণী  পেশার মানুষের। রাত ১২ টা ১ মিনিটে শহীদ মিনারে প্রথমে  ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নিজামুদ্দিন আহমেদ, শরীয়তপুর এক আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, পুলিশ সুপার মাহবুবুল আলম ও বীর মুক্তিযোদ্ধারা। এছাড়াও শ্রদ্ধা জানান জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা শিকদার।

ঠাকুরগাঁও

ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে ঠাকুরগাঁও কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল নামে। রাত ১২টা ১মিনিটে জেলা স্কুল বড় মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন। এছাড়াও মুক্তিযোদ্ধা ইউনিট, জেলা আওয়ামী লীগ, প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন একে একে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।

নরসিংদী

নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস। এ উপলক্ষে প্রথম প্রহরে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে সর্বস্তরের মানুষ। শহরের স্টেডিয়াম সংলগ্ন নরসিংদীর কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে প্রদীপ প্রজ্জ্বলন ও ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক ড. বদিউল আলম, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও সিভিল সার্জন(ভারপ্রাপ্ত) ডা. ফারহানা আহমেদ। এরপরই মুক্তিযুদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ, জেলা পরিষদ, নরসিংদী প্রেস ক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় ভাষার জন্য আত্মত্যাগী বীরদের চরণে।

শেরপুর

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শেরপুরে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। রাতের প্রথম প্রহরে শহরের চকবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্থানীয় সাংসদ ছানোয়ার হোসেন ছানু। পরে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম, পুলিশ সুপার মোনালিসা বেগম, জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির রুমান, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করা হয়।

নওগাঁ

নওগাঁয় যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। প্রথম প্রহর রাত ১২টা ১মিনিটে শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পপস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। শহীদ মিনারে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক গোলাম মওলা। এরপর পুষ্পস্তবক অর্পণ করেন পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক।

পরে পর্যায়ক্রমে মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ, সিভিল সার্জনের কার্যালয়, জেলা প্রেসক্লাব, ইউনাইডেট প্রেসক্লাবসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

বরগুনা 

 

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বরগুনা শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বরগুনা জেলা প্রশাসক রফিকুল ইসলাম, বরগুনা-১আসনের সংসদ সদস্য গোলাম সরোয়ার টুকু ও বরগুনার পুলিশ সুপার আবদুস ছালাম। এরপর বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।

মাগুরা

মাগুরায় যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪ পালিত হচ্ছে। একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসুচি শুরু হয় । পুষ্পার্ঘ্য অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মাগুরা- ২ আসনের সংসদ সদস্য ড: বীরেন শিকদার,  মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাকিব আল হাসান পক্ষেও ভাষা শহীদদের শ্রদ্ধা জানানো হয়। এছাড়া জেলা প্রশাসক আবু নাসের বেগ, পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা, জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুমার কুন্ডুসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়।

কক্সবাজার

ভাষা শহীদদের স্মরণে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানিয়েছে। ২১ এর  প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করেন হুইপ সাইমুম সরওয়ার কমল। এরপর জেলা প্রশাসক শাহীন ইমরান, পুলিশ সুপার মাহফুজুল ইসলাম, পৌরসভা মেয়র মাহবুবুর রহমান চৌধুরী,  জেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুল হক মার্শাল, কক্সবাজার প্রেস ক্লাব, জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগসহ নেতৃবৃন্দ। এরপর মুক্তিযোদ্ধা সংসদ, বনবিভাগ,বিআরটিএ, এলজিইডি, পিবিআই, ট্যুরিস্ট পুলিশ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করা হয়।

খাগড়াছড়ি

খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদায় ভাষা শহীদদের স্মরণ করা হচ্ছে। প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্রলাল ত্রিপুরা এমপি, জেলা প্রশাসক শহীদুজ্জামান, পুলিশ সুপার মুক্তাধর, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক প্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষ।

হবিগঞ্জ 

হবিগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়ের নীমতলায় কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ১২ টা ১ মিনিটে হবিগঞ্জের জেলা প্রশাসনের আয়োজনে পুস্পস্তবক অর্পনের মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচি শুরু হয়। ২১ এর প্রথম প্রহরে হবিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য প্রথমে পুস্পস্তবক অর্পণ করেন শহীদ বেদীতে। পরে জেলা প্রশাসক জিলুফা সুলতানা ও পুলিশ সুপার আক্তার হোসেন পুস্পস্তক অর্পন করেন। এছাড়াও জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ, পৌর মেয়র, ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন প্রতিষ্ঠান শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।