আগামী তেসরা অক্টোবরের পর থেকে প্রথম, দ্বিতীয় ও বুস্টার ডোজ টিকা নাও পাওয়া যেতে পারে জানিয়ে দ্রুত সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

শনিবার (১৭ই সেপ্টেম্বর) দুপুর ১২টায় রাজধানীর হোটেল রেডিসনে আয়োজিত ৫ থেকে ১১ বছরের শিশুদের কোভিড-১৯ টিকা কার্যক্রম বিষয়ক জাতীয় অ্যাডভোকেসি ওয়ার্কশপ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, অক্টোবরের পর হয়তো আমাদের কাছে প্রথম ও দ্বিতীয় ডোজের জন্য টিকা থাকবে না। যেগুলো থাকবে, সেগুলোরও মেয়াদ শেষ হয়ে যাবে। যারা এখনো করোনা টিকার প্রথম, দ্বিতীয় ও বুস্টার ডোজ নেননি, তাদের দ্রুত নিতে হবে। অক্টোবরের পরে টিকা নাও পেতে পারে।

তিনি বলেন, টিকা কার্যক্রমে আমাদের আড়াই লাখ লোক কাজ করছে, এরমধ্যে ভ্যাকসিনেটরই রয়েছেন ৬০ হাজার। সবাই নির্ধারিত সময়ের মধ্যে টিকা নিয়ে নিন। আমরা এখন পর্যন্ত ৩০ কোটি ডোজ টিকা দিয়েছি।

শিশুদের টিকাদান প্রসঙ্গে মন্ত্রী বলেন, আগামী ১১ই অক্টোবর থেকে জেলা-উপজেলা ও বিভাগীয় পর্যায়ে ৫ থেকে ১১ বছরের শিশুদের টিকা কার্যক্রম শুরু করা হবে। ১০ লাখ শিশু পাবে টিকা। ১১ই অক্টোবর থেকে প্রতিটি ওয়ার্ডে দুইটি করে টিম কাজ শুরু করবে। শিশুরা তাদের স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান থেকেই এই টিকা পাবে বলে জানান মন্ত্রী।

তিনি বলেন, আমাদের এখনো সোয়া ২ কোটি শিশুকে টিকা দিতে হবে। তার মানে ৪ কোটির বেশি ডোজ ভ্যাকসিন এখনো প্রয়োজন। আমরা মাত্র শুরু করেছি। শিশুদের টিকা কার্যক্রম আরও অনেক বাকি আছে।