বিনামূল্যে প্রিমিয়াম সাবস্ক্রিপশন দেয়ার ঘোষণা দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’ (সাবেক টুইটার)। তবে এজন্য একটি শর্ত জুড়ে দিয়েছে প্রতিষ্ঠানটি। তা হল, এক্স প্ল্যাটফর্মে ২৫০০ বা তার বেশি ফলোয়ার থাকা। কেবল ২৫০০ বা এর বেশি ফলোয়ার থাকলেই তবে মিলবে ফ্রি প্রিমিয়াম সার্ভিস।

এর আগে এক্স প্ল্যাটফর্মে ২৫০০ ফলোয়ার্স থাকলে অর্থের বিনিময়ে প্রিমিয়াম সাবস্ক্রিপশন কেনা যেত।

প্রিমিয়াম সাবস্ক্রিপশনে যেসব সুবিধা মেলে তার মধ্যে আছে, কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত টুলস, ব্লু চেকমার্ক এবং বড় পোস্টের অনুমতি। এছাড়াও প্রিমিয়াম সাবস্ক্রিপশন ব্যবহারকারীদের কম বিজ্ঞাপন দেখানো হয়। প্রিমিয়াম প্লাস সাবস্ক্রিপশন থাকলে কোনও বিজ্ঞাপনই দেখানো হয় না প্ল্যাটফর্মে।

টুইটার কেনার পর এতে প্রিমিয়াম সাবস্ক্রিপশন ধারণা নিয়ে আসেন ইলন মাস্ক। এসময় টুইটারের নামও পরিবর্তন করা হয়। এক্স প্ল্যাটফর্মকে আরও আকর্ষণীয় করে তুলতে প্রিমিয়াম সাবস্ক্রিপশনে একাধিক ফিচার যোগ করা হয়। যার মধ্যে অন্যতম ব্লু চেকমার্ক। এই সুবিধা পেতেই অনেকেই প্রিমিয়াম সাবস্ক্রিপশন নেওয়া শুরু করেন।