বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএল ক্রিকেটের আগামী আসর সামনে রেখে দল গুছিয়ে নিলো ফ্র্যাঞ্চাইজিগুলো। গেলো মৌসুমে দলে খেলা খেলোয়াড়দের মধ্যে যাদের ধরে রাখতে চায় ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের সাথে এবং নতুন একজন দেশী খেলোয়াড়ের সাথে আগেই সরাসরি চুক্তি করে দলে ভেড়ানো হয়েছিল। চাহিদা অনুযায়ি বিদেশী খেলোয়াড়ও আগেই নেয়া শেষ। আজ অনুষ্ঠিত হল দেশের খেলোয়াড়দের নিলাম পর্ব। রাজধানীর একটি হোটেলে বর্ণাঢ্য আয়োজনে যা সম্পন্ন হয়।
আগামী বছর জানুয়ারিতে মাঠে গড়াবে বিপিএল ক্রিকেটের দশম আসর। এই আসর সামনে রেখে রোববার রাজধানীর একটি হোটেলে বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হলো খেলোয়াড়দের নিলাম। যার মাধ্যমে শেষ হলো বিপিএল এ অংশ নেয়া ফ্যাঞ্চাইজিগুলোর দল গোছানোর কাজ।
এবারের বিপিএলের খেলোয়াড় সংগ্রহে বেশ এগিয়ে ফরচুন বরিশাল। দলে আছে তামিম, মুশফিক, মাহমুদউলাহ, মেহেদী মিরাজ, সাইফউদ্দিন ও সৌম্যের মতো খেলোয়াড়। অভিজ্ঞ এবং তরুণদের নিয়ে আসরের ভালো করার লক্ষ্য বরিশালের।
বর্তমান চ্যাম্পিয়ন কুমিলা ভিক্টোরিয়ান্সও দেশি-বিদেশি তারকা ক্রিকেটারদের দলে টেনেছে। দেশী ক্রিকেটারদের মধ্যে রয়েছেন লিটন দাস, মোস্তাফিজুর রহমান ও ইমরুল কায়েস। বিদেশিদের মধ্যে আছেন সুনীল নারাইন, মোহাম্মদ রিজওয়ান, রশিদ খান, মঈন আলী, আন্দ্রে রাসেলের মতো বিশ্বমানের ক্রিকেটাররা।
বিপিএলের অন্যতম সফল অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজাকে আগেই দলে নিয়েছে সিলেট স্ট্রাইকার্স। তার সাথে আছেন নাজমুল হোসেন শান্ত, তাজিম হাসান সাকিব, রেজাউর রহমান রাজারা।
পাকিস্তানের তারকা ক্রিকেটার বাবর আজমকে আগেই দলে টেনেছে সাকিব আল হাসানের রংপুর রাইডার্স। স্থানীয়দের মধ্যে তারা দলে রেখেছে নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, হাসান মাহমুদ, রনি তালুকদার, শামীম পাটোয়ারিকে।
ভারসাম্য রেখে দল গঠন করেছে দুর্দান্ত ঢাকা, খুলনা টাইগার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দুর্দান্ত ঢাকায় খেলবেন মোসাদ্দেক, তাসকিন ও নাঈম শেখ। খুলনা টাইগার্স দলে ভিড়েয়েছে আফিফ, নাসুম ও জয়কে। অন্যদিকে, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স মূলত তারুণ্যনির্ভর দল গঠন করেছে।
তবে এবারের বিপিএল ক্রিকেটের আসরে জায়গা হয়নি বেশ কিছু পরিচিত মুখের। দল মেলেনি মোহাম্মদ আশরাফুল, মমিনুল হক ও সাব্বির রহমানের।