আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের ১১তম আসর। মিরপুরে উদ্বোধনী দিনে অনুষ্ঠিত হবে দুটি খেলা। দুপুর ১ট ৩০ মিনিটে প্রথম খেলায় মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহী। সন্ধ্যা সাড়ে ৬টায় আরেক খেলায় লড়বে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটাল।
বিপিএল ক্রিকেট দিয়ে মাঠে নিয়মিত হচ্ছেন তারকা ক্রিকেটার তামিম ইকবাল। যদিও বিপিএল’র প্রস্তুতি হিসেবে জাতীয় লিগের টি-টোয়েন্টি আসরে খেলেন এই ব্যাটসম্যান। এই প্রথমবার বিপিএল ক্রিকেটে দেখা যাবে না অলরাউন্ডার সাকিব আল হাসানকে। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধনী খেলায় তামিমের অধিনায়কত্বে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল মুখোমুখি হবে তাসকিন আহমেদের দুর্বার রাজশাহীর। সাকিব না থাকলেও তামিমের ফরচুন বরিশালে রয়েছে জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ মুশফিকুর রহিমের মতো চেনা মুখ। আছে শান্ত, তাওহিদ হৃদয়, ইবাদত, রিশাদ হোসেনের মতো তরুন ক্রিকেটারও।
এদিকে, তাসকিন আহমেদের নেতৃত্বে দুর্বার রাজশাহীর হয়ে খেলবেন এনামুল হক বিজয়, সাব্বির রহমান, হাসান মুরাদ, ইয়াসির আলি রাব্বিরা। প্রথম খেলায় জয় দিয়ে শুভ সুচনা করতে চায় রাজশাহীও।
দিনের দ্বিতীয় খেলায় ঢাকা ক্যাপিটালসের প্রতিপক্ষ রংপুর রাইডার্স। ঢাকাকে নেতৃত্ব দেবেন মুস্তাফিজুর রহমান। রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। নিজেদের প্রথম খেলায় জয়ের লক্ষ্য দুই দলেরই।
ইনজুরির কারণে এবারের বিপিএলে খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে মাশরাফি বিন মর্তুজার।
প্রায় দীর্ঘ ৫০ দিনের লম্বা এই টুর্নামেন্টে ঢাকা চট্টগ্রাম সিলেটের ভেন্যুতে ৭টি দল খেলবে ৪৬টি ম্যাচ। গ্রুপ পর্বের খেলা হবে ডাবল রাউন্ড রবিন পদ্ধতিতে। অর্থাৎ প্রথম পর্বে প্রত্যেক দল একই দলের মুখোমুখি হবে দুবার। এরপর, কয়োলিফায়ার-এলিমিনেটর পর্ব হয়ে ফাইনাল অনুষ্ঠিত হবে।