শোকাবহ আগস্টের প্রথম দিনে কালো ব্যাজ পরে ও কালো পতাকা নিয়ে সারাদেশে শোভাযাত্রা করেছে আওয়ামী লীগ।
আজ বৃহস্পতিবার দুপুরে, সিলেটের রেজিস্ট্রার মাঠ থেকে শুরু হওয়া শোক শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। এসময় বক্তারা শোককে শক্তিতে রুপান্তর করে বন্ধুবন্ধু সোনার বাংলা গড়ে তোলার আহ্বান জানান।
পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদরের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্সের নেতৃত্ব অনুষ্ঠিত হয় শোক শোভাযাত্রা।
এছাড়া দিনাজপুরসহ বিভিন্নস্থানে শোক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিয়ে বক্তারা বিএনপি ও জামায়াতের নৈরাজ্যের বিরুদ্ধে সবাইকে মাঠে থাকার আহ্বান জানান।