মাস চারেক আগেই বিয়ের পিঁড়িতে বসেন লাক্স তারকা নাজিয়া হক অর্ষা। কাজ করতে গিয়ে মোস্তাফিজুর নূর ইমরানের সঙ্গে পরিচয় ঘটে এবং সেটা বন্ধুত্ব পেরিয়ে প্রেমে রূপ নেয়। এরপর দুই পরিবারের সিদ্ধান্তে গত বছরের অক্টোবরে বিয়ে করেন তারা। তবে এতদিন কিছু না বললেও রবিবার সকালে দুজনের বিয়ের ছবি প্রকাশ করে সুখবরটি জানান অর্ষা।

অর্ষা জানান, দুই থেকে তিন মাস আগে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে বিয়েটা সেরেছেন তারা।

অর্ষা বলেন, বছরখানেক ধরেই পারিবারিকভাবে দুজনের বিয়ের কথাবার্তা চলছিল। এর মধ্যে তার মা গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তা পিছিয়ে যায়। মা অনেকটা সেরে ওঠার পর মায়ের পরামর্শেই বিয়েটা সেরেছেন তারা।

‘জাহান’ ও পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘সাহস’সহ বেশ কয়েকটি সিনেমায় জুটি বেঁধেছেন অর্ষা ও মোস্তাফিজুর নূর ইমরান।

এদিকে, ‘নেটওয়ার্কের বাইরে’, ‘১৯৭১ সেই সব দিন’, ‘সাবরিনা’সহ বেশ কয়েকটি আলোচিত সিনেমা সিরিজে অভিনয় করেছেন অর্ষা। দুই দশকের ক্যারিয়ারে শতাধিক টিভি নাটকে পাওয়া গেছে তাকে।

অন্যদিকে, ‘মহানগর’ সিরিজের পুলিশ কর্মকর্তা মলয় চরিত্রে অভিনয় করে আলোচিত হয়েছেন মোস্তাফিজুর নূর ইমরান। ‘কাইজার’, ‘জাহান’সহ বেশ কয়েকটি কনটেন্টে অভিনয় করেছেন তিনি।