কাতার বিশ্বকাপ ফুটবল সামনে রেখে নিজেদের শেষ আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৫-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা। বিশ্বকাপের আগে নিজেদের ঝালাই করে নিতেই আবুধাবিতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামে লিওনেল মেসির দল। বুধবার (১৬ই নভেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টায় আবুধাবির মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হয়।

খেলার প্রথম দশ মিনিট আক্রমণে তেমন দ্যুতি ছড়াতে পারছিল না আলবিসেলেস্তিরা। ১১তম মিনিটে মেসির কাছে একটি সুযোগ আসলেও তা কাজে লাগাতে পারেননি আর্জেন্টাইন অধিনায়ক। তার মিনিট চারেক পরে মেসির সামনে সুযোগ আসলেও তা ঠেকিয়ে দেন আমিরাতের গোলরক্ষক।

অবশেষে খেলার ১৭তম মিনিটে মেসির এসিস্টে জুলিয়ান আলভারেজের গোলে লিড পেয়ে যায় আর্জেন্টিনা। ডান প্রান্ত থেকে তার বাড়ানো বলেই জাল ছুঁয়েছেন আলভারেজ। এরপর ২৫ তম মিনিটে লিড দ্বিগুণ করেন ডি মারিয়া। বাম পাশের কর্নার থেকে একুনার ক্রসে দুর্দান্ত ভলিতে গোল করেন অভিজ্ঞ এই ফরোয়ার্ড। ৩৬তম মিনিটে আবারও ডি মারিয়ার গোল। কিন্তু এবার গোলরক্ষকসহ কয়েকজন ডিফেন্ডারকে একাই কাটিয়ে নিয়ে গোল করেন তিনি।

প্রথমার্ধের ঠিক শেষদিকে স্কোর লিস্টে নাম লেখান লিওনাল মেসি। ডি মারিয়ার এসিস্টে বাম প্রান্ত থেকে শট করে গোল করেন তিনি। ৪-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় লিওনেল স্কলানির শক্তিশালী আর্জেন্টিনা।

বিরতি থেকে ফিরে খেলার ৬০তম মিনিটে শেষ গোলটি করেন কোয়াইয়া। কিন্তু এরপর বাকি আধ ঘণ্টা আর গোলের দেখা পায়নি মেসির দল। ফলে ৫-০ গোলের জয় নিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শেষ করে আলবিসেলেস্তিরা।

মেসির শেষ বিশ্বকাপে দলের সকলেই চাইছে কিংবদন্তির হাতে বিশ্বকাপের ট্রফি দেখতে। তাইতো এই ট্রফিটার পিছনে অদম্য গতিতে ছুটছে লিওনেল স্কলানির শিষ্যরা। এদিকে ইনজুরি কাটিয়ে দলে ফিরে দুর্দান্ত খেলেছেন বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় থাকা অ্যানহেল ডি মারিয়া। তবে শুরুর একাদশে ছিলেন না পাওলো দিবালা।