আফগানিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ ক্রিকেটে শুভ সূচনা করেছে বাংলাদেশ দল। এই জয়ে উচ্ছ্বাসে ভাসছে টাইগার সমর্থকরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বড় পর্দায় খেলা দেখার পাশাপাশি ও বিভিন্ন হলের টিভি রুমগুলোতে ছিলো ক্রীড়া প্রেমীদের উপচে পড়া ভিড়। আগামী ম্যাচগুলোতেও টাইগাররা এমন পারফরমেন্স উপহার দেবে বলে আশা ভক্ত-সমর্থকদের।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনের সামনে উন্মুক্ত মঞ্চে বড় পর্দায় বাংলাদেশ দলের খেলা দেখা উপলক্ষে সমর্থকদের এমন উল্লাস। বিশ্বকাপে ভারতের ধর্মশালায় টাইগাররা নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারানোয় আনন্দে মেতে ওঠে তারা।
বাংলাদেশ দলকে শুভকামনা জানাতেও ভোলেননি তারা।
সাকিব-মিরাজদের খেলা বড় পর্দায় দেখতে ভিড় করে নানা বয়সীর মানুষ। রোদ থেকে বাঁচতে কেউ গাছের নিচে আবার কেউ রিক্সার হুড উঠিয়ে বসে খেলা দেখেছেন।
বিশ্ববিদ্যালয়ের হলগুলোর টিভিরুমেও ছিলো ক্রীড়া প্রেমীদের ভিড়। আগামী ম্যাচগুলোতে বাংলাদেশ আরও ভালো করবে বলে আশাবাদ ব্যক্ত করেন টাইগার সমর্থকরা।
তবে, তামিম ইকবালের দলে না থাকার আক্ষেপও প্রকাশ করেন অনেকে।