বাঁ-হাতি ব্যাটার মুমিনুল হকের সেঞ্চুরি সত্বেও ভারতের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংস সমৃদ্ধ করতে পারেনি বাংলাদেশ। চতুর্থ দিন ২৩৩ রানে অলআউট হয়েছে সফরকারী বাংলাদেশ। ১০৭ রানে অপরাজিত ছিলেন মোমিনুল।
কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে, বৃষ্টির কারণে দুই ম্যাচ সিরিজের শেষ টেস্টের দ্বিতীয় ও তৃতীয় দিনের খেলা মাঠে গড়ায়নি।
আবহাওয়া ভালো হওয়ায় চতুর্থ দিনে খেলা শুরু হয়। প্রথম দিনের ৩ উইকেটে ১০৭ রানে চতুর্থ দিন প্রথম ইনিংস শুরু করে বাংলাদেশ দল। মুশফিকুর রহিম বেশি সময় উইকেটে টিকতে পারেননি। ব্যক্তিগত ৬ রানে বুমরাহ’র বলে আউট হন মুশফিক। মোহাম্মদ সিরাজের বলে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার হাতে ক্যাচ দিয়ে আউট হন লিটন। আরেক অভিজ্ঞ ক্রিকেটার সাকিব আল হাসানও উইকেট বিলিয়ে দিয়ে আসেন অপ্রয়োজনী শট খেলে। সতীর্থদের আসা যাওয়ার মাঝে ভারতীয় বোলারদের বিপক্ষে একাই প্রতিরোধ গড়তে থাকেন মুমিনুল হক। এক প্রান্ত আগলে রেখে তুলে নেন টেস্ট ক্যারিয়ারের ১৩তম সেঞ্চুরি।
দেশের বাইরে এটি মুমিনুলের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি। বাকিরা মুমিনুলকে সঙ্গ দিতে পারেননি। তাতে বাংলাদেশ দল প্রথম ইনিংসে অলআউট হয় ২৩৩ রানে। এই ম্যাচে টেস্ট ক্রিকেটে ৩’শ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেন ভারতীয় স্পিনার রবীন্দ্র জাদেজা। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমেছে স্বাগতিকরা।