সংযুক্ত আরব আমিরাতে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে নিজেদের প্রথম খেলায় জয় দিয়ে আসরে শুভ সুচনা করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে স্কটল্যান্ডকে ১৬ রানে হারিয়েছে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে স্কটল্যান্ড ৭ উইকেটে ১০৭ রান তুলতেই শেষ হয় নির্ধারিত ২০ ওভার। ম্যাচ সেরা হয়েছেন বাংলাদেশের রিতু মনি।
গত দশ বছরে চারটি বিশ্বকাপে অংশ নিয়ে একটি ম্যাচও জিততে পারেনি বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে, এবার আর সেই সুযোগ হাতছাড়া করেনি বাংলাদেশের নারীরা। সংযুক্ত আরব আমিরাতে এবারের নারী ক্রিকেট বিশ্বকাপে নিজেদের প্রথম খেলায় জয় দিয়ে আসরে শুভ সুচনা করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে স্কটল্যান্ডকে ১৬রানে হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
টস জিতে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার সাথি রানি ও মুর্শিদা খাতুন। দলের ৬৮ রানে এই দুইজন আউট হলে বাংলাদেশকে এগিয়ে নেন সোভানা মোস্তারি। ২৯ রানে সাথিকে আউট করেন ক্যাথেরিন ফ্রেসার। আর ১২ রানে ক্যাথ্রিন ব্রাইসের বলে আউট হন মুর্শিদা। শেষ পর্যন্ত সোভানার সর্বোচ্চ ৩৬ রানের ইনিংসে ভর করে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। এছাড়া, দলের পক্ষে ১৮ রান করেছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। আর স্কটল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৩টি উইকেট নিয়েছেন সাস্কিয়া হরলেই।
১২০ রানের জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারায় স্কটল্যান্ড। দলের ১২ রানে ফাহিমা খাতুনের বলে আউট হন ওপেনার সাস্কিয়া হরলেই। বাংলাদেশ দলের ফিল্ডাররা বেশ কয়েকটি ক্যাচ হাতছাড়া না করলে স্কটল্যান্ড অল আউট হয়ে যেতো। তবে বাকিদের যাওয়া-আসার মাঝেও আরেক ওপেনার সারাহ ব্রাইস একাই লড়ে যান। তার ৪৯ রানে ভর করে ৭ উইকেটে ১০৩ রান তোলে স্কটিশ নারীরা। তাতে ১৬ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ নারী দল। সর্বোচ্চ ২টি উইকেট নিয়েছেন ফাস্ট বোলার রিতু মনি।