দরজায় কড়া নাড়ছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। আগামী ৫ অক্টোবর পর্দা উঠবে বৈশ্বিক এই টুর্নামেন্টের। মর্যাদার এই লড়াইয়ে অংশ নিতে এরই মধ্যে ভারতে গেছে সাকিব আল হাসানের দল। বিশ্বকাপ মিশনে লাল-সবুজের প্রতিনিধিদের নিয়ে নিজের প্রত্যাশার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

যুক্তরাষ্ট্র সফরে গিয়ে ভয়েস অব আমেরিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে আসন্ন বিশ্বকাপ নিয়ে এই প্রত্যাশার কথা জানান তিনি। আজ শনিবার (৩০ সেপ্টেম্বর) সাক্ষাৎকারটি প্রচার হয়।

সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা সব সময় আশা করি যে বিশ্বকাপে আমরা ভালো খেলা দেখাতে পারব।’

বাংলাদেশ ক্রিকেটের অনেক বড় একজন সমর্থক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিভিন্ন সময়ই মাঠে এসে খেলোয়াড়দের উৎসাহ দেন তিনি। খেলোয়াড়দের সঙ্গে প্রায়ই যোগাযোগও করেন তিনি। শেখ হাসিনা বলেন, ‘আমার সঙ্গে সবসময় ওদের একটা যোগাযোগ থাকে। আসার আগেও আমি খেলোয়াড়দের সঙ্গে কথা বলেছি, অর্গানাইজারদের সঙ্গেও কথা বলেছি। আমি সবসময়ই খেয়াল রাখি। খেলাধুলার দিকে যাতে আমাদের ছেলেমেয়েরা ভালো করে সেদিকে সবসময় আমার দৃষ্টি থাকে এবং সবরকম সহযোগিতা করে থাকি।’

ক্রিকেটারদের কাছে প্রধানমন্ত্রীর চাওয়া, ‘আমি তাদের বলব যে বাংলাদেশের সম্মানটা যেন বজায় থাকে। তারা সেভাবে সবটুকু ঢেলে দেবে এবং আন্তরিকতার সঙ্গে খেলবে- সেটাই আমি চাই।’

বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে। আগামী ৭ই অক্টোবর ধর্মশালায় মুখোমুখি হবে দুই দল।