আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আজ বুধবার (১৫ মে) রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন ১৫ সদস্যের দলটি রাত একটার বিমান ধরবে। ২ জুন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর।
আমেরিকার বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। ৩টি খেলাই অনুষ্ঠিত হবে হিউস্টনের প্রেইরি ভিউউ ক্রিকেট কমপ্লেক্স স্টেডিয়ামে। সিরিজের প্রথম খেলাটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় আগামী ২১শে মে মঙ্গলবার রাত ৯টায়। বাকি দুটি ম্যাচ হবে একই সময় ২৩শে মে বৃহস্পতিবার ও ২৫শে মে শনিবার।
এবারই প্রথম ২০টি দল নিয়ে হচ্ছে ২০ ওভার ক্রিকেটের বিশ্বকাপ। আসরে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ৮ জুন শ্রীলংকার বিপক্ষে যুক্তরাষ্ট্রের ডালাসে। ‘ডি’ গ্রুপে এরপর ১০ জুন নিউ ইয়র্কে দক্ষিণ আফ্রিকাকে, ১৩ জুন ওয়েস্ট ইন্ডিজের কিংসটাউনে নেদারল্যান্ডসকে, ১৭ জুন একই ভেন্যুতে নেপালকে মোকাবেলা করবে টাইগারা। চার গ্রুপের শীর্ষে থাকা দুটি করে দল উঠবে সুপার এইটে।
১৫ সদস্যের দলে পেস বোলিং অলরাউন্ডার তাসকিন আহমেদ সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন। স্কোয়াডে ব্যাটসম্যান আটজন। এর মধ্যে লিটন দাস, তানজিদ তামিম ও সৌম্য সরকার ওপেনার। বাকি পাঁচজন নাজমুল শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ ও জাকের আলি।
পেস বোলার চারজন। তাসকিন, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও তানজিম সাকিব। অলরাউন্ডার সাকিব আল হাসানসহ দলে স্পিনার চারজন। অন্য তিনজন শেখ মাহেদী, রিশাদ হোসেন ও তানভীর ইসলাম।