ঢাকায় বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বের প্রথম রাউন্ডের ফিরতি লিগের খেলায় আজ মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ ও মালদ্বীপ।

আজ মঙ্গলবার (১৭ই অক্টোবর) সন্ধ্যা ৫ টা ৪৫ মিনিটে বসুন্ধরা কিংস অ্যারেনাতে খেলা শুরু হবে । এই ম্যাচে জয়ী দল পরবর্তী রাউন্ডে খেলার সুযোগ পাবে।

এর আগে অ্যাওয়ে ম্যাচে মালেতে স্বাগতিক মালদ্বীপের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিলো জামাল ভূঁইয়ারা। এবারে ঘরের মাঠের সুবিধা কাজে লাগাতে চায়হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা।

অন্যদিকে, নিজেদের মাঠে বাংলাদেশকে হারানো সম্ভব বলে মনে করেন মালদ্বীপের কোচ ও খেলোয়াড়রা।