ঢাকায় বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বের ফিরতি লিগের খেলায় মালদ্বীপকে হারিয়ে বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে উঠেছে বাংলাদেশ।মঙ্গলবার বসুন্ধরা কিংস অ্যারেনাতে মালদ্বীপের বিপক্ষে ২-১ গোলের জয় পায় বাংলাদেশ।

খেলার শুরুতেই এগিয়ে যায় বাংলাদেশ। ম্যাচের ১১ মিনিটে দারুণ এক গোলে দলকে এগিয়ে নেন রাকিব হোসেন। তবে ৩৬ মিনিটে মালদ্বীপের ইব্রাহিমের গোলে সমতায় ফেরে সফরকারীরা। ১-১ গোলের সমতা নিয়ে বিরতিতে যায় দু’দল।

বিরতি থেকে ফিরেই ফয়সাল হোসেন ফাহিমের গোলে আবারও লিড পায় বাংলাদেশ। পিছিয়ে পড়েও আক্রমণ করতে থাকে মালদ্বীপ। তবে সব চেষ্টাই রুখে দেন গোলরক্ষক মিতুল মার্মা। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।