ইসরাইল ও ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসের চলমান সংঘাতের মধ্যে বিশ্ববাজারে বাড়ছে জ্বালানি তেলের দাম। পাশাপাশি বৈশ্বিক শেয়ারবাজারে পতন অব্যাহত রয়েছে।
সংবাদ সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম দিন দিন বাড়ছে একইসঙ্গে পতন হয়েছে বৈশ্বিক শেয়ারবাজারের সূচকেও। অপরিশোধিত তেলের দাম বেড়েছে দুই শতাংশ। প্রতি ব্যারেল তেলের দাম আবারও বেড়ে হয়েছে ৯৩ মার্কিন ডলার।
কমনওয়েলথ ব্যাংক অব অস্ট্রেলিয়ার বিশ্লেষক বিবেক ধর জানিয়েছেন, ইসরাইল-হামাসের মধ্যকার এই সংঘাত যদি দীর্ঘায়িত হয় এবং এই সংঘাতে ইরান সরাসরি জড়িয়ে পড়ে, তাহলে ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেল ১০০ ডলারে উঠে যেতে পারে।
এদিকে ইসরাইলের ওপর তেল নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে ইরান। সৌদি আরবের জেদ্দা শহরে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন বা ওআইসি সদস্যদের প্রতি এই আহ্বান ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান।
এদিকে, সংঘাত ছড়িয়ে পড়ার শঙ্কায় আজ (১৯শে অক্টোবর) থেকেই বৈশ্বিক শেয়ারবাজারগুলো নিম্নমুখী ছিল। ইউরোপজুড়ে ইক্যুইটি বাজার নিম্নমূখী অবস্থানে ছিল।
একই সময়ে নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জের সূচক কমেছিল শূন্য দশমিক পাঁচ শতাংশ। আর লন্ডনের এফটিএসই শেয়ারবাজারে সূচক কমেছিল এক দশমিক এক শতাংশ। জার্মানির ফ্রাঙ্কফুট শেয়ারবাজারে সূচক কমেছে এক শতাংশ। এছাড়া প্যারিস শেয়ারবাজারে সূচক কমেছে শূন্য দশমিক ৯ শতাংশ।