সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে সপ্তম দিনের মতো ক্লাস-পরীক্ষা বাতিল করে আন্দোলন অব্যাহত রেখেছেন দেশের সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা।
দাবি আদায়ে রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে অবস্থান নেন তারা। এসময় পেনশন স্কিমটি বাতিলের দাবিতে স্লোগান দেন তারা।
ঢাকার বাইরেও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চলছে কর্মবিরতি। জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম, খুলনাসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা ও সকল অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ রেখে কর্মসূচিতে অংশ নেন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা। এসময় নতুন পেনশন ব্যবস্থা সরকারকে অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান তারা।
গত মার্চে সর্বজনীন পেনশন স্কিমে ‘প্রত্যয় স্কিম’ নামে নতুন স্কিম যোগ করে সরকার। বলা হয়, সব স্ব-শাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ বা সমজাতীয় সংস্থা এবং তাদের অধীন অঙ্গপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা এ স্কিম গ্রহণ করতে পারবেন
এতে তাদের স্বার্থ ক্ষুণ্ণ হবে না এবং বিদ্যমান পেনশন বা আনুতোষিক সুবিধা অক্ষুণ্ণ থাকবে বলেও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে।
কিন্তু বিশ্ববিদ্যালয় শিক্ষক নেতারা বলছেন, এই স্কিমের মাধ্যমে সুরক্ষা বলয় নষ্ট করা হচ্ছে। পরিস্থিতি যখন নাজুক অবস্থায় চলে যায়, তখন শিক্ষকরা এ ধরনের কর্মসূচি নিতে বাধ্য হয়। তাই এটি বাতিলে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের আহ্বান তাদের।