বিশ্বকাপে অস্ট্রেলিয়া গড়লো রানের পাহাড় আর সেই পাহাড়ের নীচে চাপা পড়লো নেদারল্যান্ডস। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। এর আগে ডেভিড ওয়ার্নার ও গ্লেন ম্যাক্সওয়েলের সেঞ্চুরিতে ৩৯৯ রানের বিশাল সংগ্রহ গড়ে অস্ট্রেলিয়া। এদিনে টানা দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি হাঁকালেন ডেভিড ওয়ার্নার। শেষদিকে নেমে বিশ্বকাপ ইতিহাসেরই দ্রুততম সেঞ্চুরি করে বসলেন গ্লেন ম্যাক্সওয়েল।
বুধবার (২৫ অক্টোবর) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৯৯ রান করেছে অস্ট্রেলিয়া। জবাবে রান তাড়ায় অ্যাডাম জাম্পার বোলিং তোপে মাত্র ৯০ রানেই গুঁটিয়ে যায় ডাচরা।
এতে নেদারল্যান্ডসকে ৩০৯ রানে হারিয়ে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে জিতল অস্ট্রেলিয়া। এর আগে ২০১৫ বিশ্বকাপে আফগানিস্তানকে ২৭৫ রানে হারিয়েছিল সেই অস্ট্রেলিয়াই। এবার জয়ের ব্যবধানটা বাড়ানোর সঙ্গে পয়েন্ট টেবিলে সেরা চারে উঠল অজিরা।
অস্ট্রেলিয়ার দেয়া ৪০০ রানের সংগ্রহে ব্যাট করতে নেমে আজ নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে নেদারল্যান্ডস। ডাচদের ব্যাটিং ইনিংসে সর্বোচ্চ জুটিই আজ হয়েছে ২৮ রানের। ইনিংস সর্বোচ্চ ২৫ রান করেছেন ওপেনার বিক্রমজিত সিং। এছাড়া ডাচ ব্যাটারদের মধ্যে আর কেউই আজ ২০ রানের বেশি করতে পারেননি।
স্কোরবোর্ডে ৬২ রান তুলতেই ৫ উইকেট হারানো নেদারল্যান্ডস অ্যাডাম জাম্পার বোলিং তোপে শেষ পর্যন্ত অল আউট হয়েছে ৯০ রান করেই। বল হাতে অজিদের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নিয়েছেন জাম্পা।
এদিন টস জিতে ব্যাটিংয়ে নেমে ২৮ রানে প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া। এরপর ডেভিড ওয়ার্নারের সঙ্গে ১১৮ বলে ১৩২ রানের জুটি গড়েন স্টিভ স্মিথ। আউট হওয়া স্মিথ এদিন ফেরেন ৬৮ বলে ৯টি চার আর এক ছক্কায় ৭১ রান করে।
স্মিথ আউট হওয়ার পর মার্নাস লাবুশেনের সঙ্গে ৮৬ বলে ৮৪ রানের জুটি গড়েন ডেভিড ওয়ার্নার। ৪৭ বলে সাত চার আর ২ ছক্কায় ৬২ রান করে ফেরেন লাবুশেন। ১২ বলে মাত্র ১৪ রানে ফেরেন জশ ইনজিলস।
ইনিংসের শুরু থেকে ব্যাটিং তাণ্ডব চালিয়ে যাওয়া ওপেনার ডেভিড ওয়ার্নার ফেরেন দলীয় ২৬৭ রানে। তার আগে ৯৩ বলে ১১টি চার আর ৩ ছক্কায় করেন ১০৪ রান। চলতি বিশ্বকাপে এটা তার দ্বিতীয় সেঞ্চুরি।
আগের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে করেন ১২৪ বলে ১৬৩ রান। তবে বিশ্বকাপে শচীন টেন্ডুলকারের মতো যৌথভাবে ৬টি করে সেঞ্চুরি হাঁকিয়েছেন ওয়ার্নার। বিশ্বকাপে সবচেয়ে বেশি ৭টি সেঞ্চুরি করেছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।
ইনিংস শেষ হওয়ার মাত্র ১১ ওভার আগে ছয় নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে রীতিমতো তাণ্ডব চালাতে থাকেন ম্যাক্সওয়েল। সপ্তম উইকেটে প্যাট কামিন্সের সঙ্গে মাত্র ৪৪ বলে ১০৩ রানের জুটি গড়েন ম্যাক্সওয়েল।
এই জুটিতেই ৪০ বলে সেঞ্চুরি করে বিশ্বকাপে বিশ্ব রেকর্ড গড়েন ম্যাক্সওয়েল। তিনি ৪৯.৩ ওভারে দলীয় ৩৯৩ রানে আউট হওয়ার আগে মাত্র ৪৪ বলে ৯টি চার আর ৮টি ছক্কায় ১০৬ রানের ঝলমলে ইনিংস খেলেন। এতে নেদারল্যান্ডসের বিপক্ষে ৮ উইকেটে ৩৯৯ রানের পাহাড় গড়ে অস্ট্রেলিয়া।