ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মূল্যবান হিরা বেচাকেনার বাণিজ্যিক কার্যালয় সুরাট ডায়মন্ড বোর্স উদ্বোধন করেছেন। দেশটির গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এটি বিশ্বের সবচেয়ে বড় অফিসের স্থানটি দখল করেছে।

গুজরাটের সুরাট জেলার এই ভবনটি মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগনকে হটিয়ে শীর্ষস্থান দখল করেছে। গুজরাটের প্রায় ৬৫ হাজার হিরা ব্যবসায়ীর জন্য সব ধরনের সেবার একমাত্র গন্তব্য হিসেবে এই কার্যালয়টিকে গড়ে তোলা হয়েছে। ১৫ তলার এই ভবনটি ৩৫ একর জমির ওপর নির্মিত। এই ভবনের আয়তন ৬৭ লাখ বর্গফুট।

বিশ্বের সবচেয়ে বড় অফিস ভারতের সুরাট ডায়মন্ড বোর্স । ছবি: এসডিবির ওয়েবসাইট থেকে নেওয়া

এ বছরের জুলাই মাসে এর নির্মাণ কাজ শেষ হয়। এতে খরচ হয়েছে মোট তিন হাজার ২০০ কোটি রূপি।