পুনরায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও তার স্ত্রী হিলারি ক্লিনটন। এক যৌথ বিবৃতিতে তারা ট্রাম্প ও তার রানিং মেটকে শুভেচ্ছা জানান। খবর বিবিসির।

এতে তারা বলেন, ‘আমেরিকার জনগণ ভোট দিয়েছে এবং ডোনাল্ড ট্রাম্প ও জেডি ভ্যান্স যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট হচ্ছেন। আমরা তাদের মঙ্গল কামনা করি এবং আশা করি, তারা আমাদের সবাইকে নেতৃত্ব দেবেন।’

বিল ক্লিনটন যুক্তরাষ্ট্রের ৪২ ও ৪৩তম প্রেসিডেন্ট ছিলেন। তার মেয়াদকাল ছিল ১৯৯৩ থেকে ২০০১ সাল পর্যন্ত। আর তার স্ত্রী হিলারি ক্লিনটন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময় সেক্রেটারি অব স্টেটের দায়িত্ব পালন করেন। পরে ২০১৬ সালের নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টি থেকে তিনি ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।
 
এদিকে, ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ও ট্রাম্পের নিকটতম প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসও।
 
বুধবার (৬ নভেম্বর) ফোন করে ডোনাল্ড ট্রাম্পকে বাইডেন অভিনন্দন জানান বলে হোয়াইট হাউজ থেকে এক বিবৃতিতে জানানো হয়। এতে বলা হয়, বাইডেন শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি হোয়াইট হাউজে সাক্ষাতের জন্য ট্রাম্পকে আমন্ত্রণ জানিয়েছেন।
 
অন্যদিকে, হার মেনে নিয়ে ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন কমলা হ্যারিসও। বুধবার বিকেলে ওয়াশিংটন ডিসির হাওয়ার্ড ইউনিভার্সিটিতে এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘আজ আমি ট্রাম্পের সঙ্গে কথা বলেছি। তাকে অভিনন্দন জানিয়েছি।’
 
উল্লেখ্য, স্থানীয় সময় মঙ্গলবার (৫ নভেম্বর) অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে বড় জয় পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রজুড়ে ৫৩৮টি ইলেক্টোরাল কলেজ ভোট রয়েছে। ট্রাম্প এরই মধ্যে ২৯৪টি ভোট পেয়েছেন। প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ২২৩টি। এখনো তিনটি অঙ্গরাজ্যের ফল ঘোষণা বাকি।