আফ্রিকার দেশ অ্যাঙ্গোলায় এবার সন্ধান মিলেছে পৃথিবীর সবচেয়ে বড় গোলাপী হীরক খন্ডের। এর আগেও গোলাপী রঙের হীরের সন্ধান মিলেছে, তবে এবারের হীরক খন্ডটি সবচাইতে বড়। ৩৪ গ্রাম ওজনের এই হীরকখন্ডটির নাম রাখা হয়েছে ‘দ্য লুলো রোজ’। উত্তোলনকারী  প্রতিষ্ঠান বলছে বিশ্বে গত ৩০০ বছরের মধ্যে সন্ধান পাওয়া সবচেয়ে বড় গোলাপী রঙের হীরকখণ্ড এটি।

বহু বছর ধরে বিশ্বের বিভিন্ন  প্রান্তে  দেখা  মিলেছে নানা আকার ও রঙের হীরার। এবার সেই তালিকাকে আরো সমৃদ্ধ করেছে গোলাপী রঙের একটি হীরে। এ পর্যন্ত পৃথিবীতে যেসব বিরল গোলাপী রঙের হীরার সন্ধান মিলেছে তার মধ্যে এটি সবচাইতে বড়।  এই হীরকখন্ড পাওয়া গেছে  আফ্রিকার দেশ অ্যাঙ্গোলাতে।

১৭০ ক্যারেটের গোলাপি হীরাটির নাম রাখা হয়েছে ‘দ্য লুলো রোজ’। লুলো খনিতে পাওয়ায় এর নাম অনুসারে হীরক খন্ডটির নাম দেয়া হয়েছে। উত্তোলনকারী অস্ট্রেলীয় প্রতিষ্ঠান লুকাপা ডায়মন্ড কোম্পানির দাবি, বিশ্বে গত ৩০০ বছরের মধ্যে সন্ধ্যান পাওয়া সবচেয়ে বড় গোলাপী রঙের হীরকখণ্ড এটি।

এদিকে, এই হীরা পাওয়ায় অভিন্দন জানিয়েছে অ্যাঙ্গোলার সরকার। একে ঐতিহাসিক ঘটনা হিসেবে আখ্যায়িত করেছে দেশটি। যা বিশ্বমঞ্চে অ্যাঙ্গোলাকে গুরুত্বপূর্ণ দেশ হিসেবেও তুলে ধরবে বলেও আশা তাদের ।

অ্যাঙ্গোলার খনিজ সম্পদ মন্ত্রী ডায়মান্টিনো আজেভেদো বলেছেন, লুলো থেকে উদ্ধার হওয়া যুগান্তকারী ও দর্শনীয় পাথরটি বিশ্ব ইতিহাসে অ্যাঙ্গোলার গুরুত্বের ধারা আরো একবার অব্যাহত রাখল।

অ্যাঙ্গোলার সরকার এবং অস্ট্রেলিয়ার লুকাপা ডায়মন্ড কোম্পনির পক্ষ থেকে একটি যৌথ বিবৃতিতে বলা হয়েছে লুলো খনি থেকে উদ্ধার হওয়া এটি পঞ্চম বৃহত্তর হিরা।

এর আগে ২০১৭ সালে এমনই একটি হীরার টুকরা হংকংয়ে নিলামের জন্য উঠানো হয়েছিল, পিংক স্টার নামক সেই হীরার টুকরাটি বিক্রি হয়েছিলো ৭ কোটি ১২ লাখ (৭১ দশমিক ২ মিলিয়ন) মার্কিন ডলারে।

জোহানা হার্ডি নামক একজন রত্ম বিশেষজ্ঞ বলেছেন, লুলো রোজ এর দাম কত হতে পারে সেটা পাথর কেটে হীরার টুকরাটি বের করে আনার আগে অনুমান করা অসম্ভব।