ইসরাইলকে লক্ষ্য করে ইরানের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্থেনিও গুতেরেস। এক বিবৃতিতে তিনি বলেন, বিশ্বের কোন দেশই আরেকটি যুদ্ধের ক্ষতি বহনের সামর্থ্য রাখে না। অবিলম্বে এই শত্রুতা বন্ধ করার আহ্বান জানান অ্যান্থেনিও গুতেরেস।

বিবৃতিতে তিনি আরও বলেছেন, ইরানের এই হামলা মধ্যপ্রাচ্যের একাধিক এলাকায় বড় ধরনের সামরিক সংঘর্ষের দিকে পরিচালিত করতে পারে। তাই এ ধরনের হামলা এড়াতে সব পক্ষকে সর্বোচ্চ সংযম অনুশীলনের আহ্বান জানিয়েছেন তিনি।