ভারতের বিহার রাজ্যে বজ্রপাতে গত ২৪ ঘন্টায় ৩৬ জন মারা গেছে। বজ্রপাতের ঘটনায় আট শিশুসহ আহত হয়েছে আরও ১৩ জন। নিহতদের অধিকাংশই মাঠে কাজ করছিলো বলে জানিয়েছে, স্থানীয় সংবাদমাধ্যমগুলো।

বৃষ্টি ও বজ্রপাতের ফলে রাজ্যটির ১২টি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশ কয়েকটি অংশে ব্যহত হয়েছে বিদ্যুৎ সরবরাহ। প্রাণহানির ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। রাজ্যটির বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তিনি।

বৃষ্টি ও বজ্রপাতের সময় ঘরে থাকার এবং দুযোর্গ ব্যবস্থাপনা কর্র্তৃপক্ষের জারি করা নির্দেশ মেনে চলার আহŸানও জানিয়েছেন তিনি।

বিগত ২৪ ঘন্টায় বজ্রাঘাতে মৃতদের পরিজনকে ৪ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছে বিহার সরকার।

এদিকে, চলতি মাসের শুরুতে রাজ্যটিতে বজ্রপাতে ১৭ জন মারা গিয়েছিলো।