দীর্ঘ ৬ বছর চুটিয়ে প্রেম করার পর অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন ‘লেডি সুপারস্টার’ নয়নতারা। দক্ষিণী সিনেমার জনপ্রিয় এই অভিনেত্রীর প্রেমিক পরিচালক বিগনেশ শিবানকে নিয়ে ঘর বাধতে যাচ্ছেন বলে সম্প্রতি ভারতীয় জনপ্রিয় বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম পিঙ্কভিলার সূত্রে এমন খবর প্রকাশ্যে এসেছে। আগামী ৯ জুন পরিবারের সদস্যদের উপস্থিতিতে ভারতের তিরুমালার বেঙ্কটেশ্বর মন্দিরে হবে এই বিয়ের আনুষ্ঠানিকতা।
পোর্টালটির দাবি, মন্দিরে বিয়ের পর এই জুটি চেন্নাইয়ে জমকালো বিবাহত্তোর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করবেন। সেখানে সামান্থা, বিজয় সেতুপতিসহ দক্ষিণী তারকারা উপস্থিত থাকবেন। এই জুটি বড় আয়োজনে বিয়ের পরিকল্পনা বাতিল করেছেন একাধিক কারণে।
২০১৫ সালে ‘নানুম রাউডি ধান’ সিনেমার শুটিং সেটে নয়নতারা ও বিগনেশ শিবান প্রেমের সম্পর্কে জড়ান। গেল বছর এই জুটির বাগদান সারার খবর গণমাধ্যমে প্রকাশ হয়।
বর্তমানে নয়নতারা বলিউড কিং খান শাহরুখ খানের বিপরীতে ‘লায়ন’ সিনেমায় অভিনয় করছেন; যেটি পরিচালনা করছেন তামিল সিনেমার খ্যাতিমান পরিচালক অ্যাটলি কুমার।
২০০৩ সালে মালয়ালাম ‘মানসসিনাক্কার’র মাধ্যমে ১৯ বছরে সিনে পর্দায় পা রাখেন নয়নতারা। ২০১৮ সালে ফোর্বস ম্যাগাজিনের সেলিব্রেটি ১০০ তালিকায় একমাত্র দক্ষিণী অভিনেত্রী হিসেবে ছিলেন তিনি।