হারিয়ে যাওয়া ৬৫৩টি বুলেট খুঁজে না পাওয়ায় উত্তর কোরিয়া হাইস্যাং শহরজুড়ে লকডাউন জারি করেছে দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। নিখোঁজ বুলেট খুঁজে না পাওয়া পর্যন্ত ওই শহরটি লকডাউন জারি রাখার নির্দেশ দিয়েছেন তিনি। মার্চের শুরতে বুলেটগুলো নিখোঁজ হওয়ার পর এখনও সেগুলোর সন্ধান পাওয়া যায়নি।
গত ৭ই মার্চ হায়েসানে সেনা মোতায়েন করা হয়েছিলো। পরে সেখান থেকে সেনা বাহিনী সরানোর সময় তাদের কাছে অ্যাসল্ট রাইফেলের ৬৫৩টি বুলেট কম পাওয়া যায়। বুলেট খুঁজতে ২ লাখেরও বেশি মানুষ বসবাসকারী ওই শহরটিতে প্রথমে সেনাসদস্যরা নিজেরাই তল্লাশি চালান। প্রতিটি বাড়িতে তল্লাশি চালিয়ে বুলেট খুঁজে পেতে ব্যর্থ হন তারা। পরে বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করলে শহরটিতে লকডাউন জারি করেন দেশটির সর্বোচ্চ নেতা।
তবে সমালোচকদের দাবি, জনসাধারণের মধ্যে আতঙ্ক ছড়াতেই মিথ্যা তথ্য ছড়াচ্ছে কিম প্রশাসন।