ভোর থেকে বৃষ্টি ঝরছে রাজধানীতে। এ কারণে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। বৃষ্টির কারণে সড়কে গণপরিবহনের উপস্থিতি কম থাকায় পরীক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের গন্তব্যে পৌঁছাতে বেশ বেগ পেতে হয়েছে।

বিরূপ এই আবহাওয়ায় আজ মঙ্গলবার (২ জুলাই) চরম ভোগান্তিতে পড়েন শিক্ষার্থী ও অভিভাবকেরা। উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষা রোববার থেকে শুরু হয়েছে। পরীক্ষার দ্বিতীয় দিন আজ বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা।

শিক্ষার্থী ও অভিভাবকরা জানায় বৃষ্টিতে গাড়ি পেতে সমস্যা হয় তাদের। বিভিন্নস্থানে যানজট সৃষ্টি হওয়ায় পরীক্ষার হলে পৌঁছাতে কষ্ট হয়।

সাত-সকালে প্রবল বৃষ্টি মাথায় করে কেন্দ্রে ছোটেন পরীক্ষার্থীরা। বৃষ্টির কারণে রাজধানীর পথে পথে যানবাহন সংকট, যানজটের কারণে সন্তানদের কেন্দ্রে নেওয়ার পথে ভোগান্তিতে পড়েন অভিভাবকরা।

অধিকাংশ শিক্ষার্থীর বৃষ্টিতে ভেজা অবস্থায় কেন্দ্রে প্রবেশ করেছেন। সড়কে গণপরিবহনের উপস্থিতি কম থাকায় পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের পরীক্ষা হলে পৌঁছাতে বেশ বেগ পেতে হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে আগামী চার-পাঁচ দিনও দেশের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির আভাস রয়েছে।

এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে একযোগে এ পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সিলেট বিভাগে প্রবল বর্ষণ ও বন্যার কারণে সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

গত ৩০ জুন সারা দেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। তবে বন্যার কারণে সিলেট শিক্ষা বোর্ড এবং সিলেট বিভাগের চার জেলায় মাদ্রসা বোর্ডের অধীনে আলিম এবং কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষা ৮ জুলাই পর্যন্ত স্থগিত রয়েছে। ফলে ৮টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি বোর্ডের অধীনে প্রথমদিনে পরীক্ষার্থী ছিলেন ১১ লাখ ২২ হাজার ৫৫২ জন। প্রথম দিনের পরীক্ষায় ১৫ হাজার ২০৩ জন অনুপস্থিত ছিলেন।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের এইচএসসি/আলিম/এইচএসসি (বিএম/বিএমটি), এইচএসসি(ভোকেশনাল)/ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষায় মোট ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করতে যাচ্ছেন। এর মধ্যে ছাত্র ৭ লাখ ৫০ হাজার ২৮১ জন এবং ছাত্রী ৭ লাখ ৫০৯ জন।

পরীক্ষা অনুষ্ঠিত হবে ১ হাজার ৫৬৬ কেন্দ্র এবং ৪ হাজার ৮৭০ শিক্ষাপ্রতিষ্ঠানে। আলিম পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ৮৮ হাজার ৭৬ জন। এর মধ্যে ছাত্র ৪৭ হাজার ৫৯২ জন এবং ছাত্রী ৪০ হাজার ৪৮৪ জন। মোট কেন্দ্র ৪৫২টি এবং মোট শিক্ষাপ্রতিষ্ঠান ২ হাজার ৬৮৫টি।

এ ছাড়া এইচএসসি (বিএম/বিএমটি) এইচএসসি (ভোকেশনাল)/ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা (কারিগরি) বোর্ডে এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ২ লাখ ৩৪ হাজার ৪৩৩ জন। এর মধ্যে ছাত্র ১ লাখ ৬৯ হাজার ৯ জন এবং ছাত্রী ৬৫ হাজার ৪২৪ জন। মোট কেন্দ্র ৭০৭টি এবং শিক্ষাপ্রতিষ্ঠান ১ হাজার ৯০৮টি।