বৃহত্তর ঐক্য সৃষ্টির নামে বৃহত্তম তামাশা সৃষ্টি করে বিএনপি নিজেদের ব্যর্থতা আড়ালের অপচেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার (দোসরা জুন) সকালে রাজধানীর সেতু ভবনে ব্রিফিংকালে এ মন্তব্য করেন তিনি।
সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপি জনগণের কাছে যাওয়ার জন্য কোনো ইস্যু খুঁজে না পেয়ে, তারা এখন সময়ক্ষেপণের জন্য নিজ বলয়ে সংলাপ করছে।’
‘বিএনপি দিন-রাত সরকারের অন্ধ সমালোচনা আর বিরামহীন মিথ্যাচার ও বিষোদগার করে চলেছে’ এমন দাবি করে ওবায়দুল কাদের বলেন, ‘এখন তাঁরা বলছেন—আমার ভাষা নাকি রাজনীতির ভাষা নয়।’
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পালটা প্রশ্ন রেখে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ‘বাক্সংযমী’ হওয়ার আহবান জানান।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা সব সময় রাজনৈতিক ভাষায় কথা বলি। আমাদের ভাষায় কোনো প্রকার আপত্তিকর বক্তব্য আসে না। এমন শিক্ষা আওয়ামী লীগের নেতাকর্মীরা পায়নি। অন্যদিকে, বিএনপি ও তাদের কর্মীরা রাস্তার ভাষায় কথা বলে।’