চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আজ (বৃহস্পতিবার) বৈঠকে বসবেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও ইউরোপীয় কমিশনের প্রধান ভন ডার লিয়েন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে। বিবিসি জানায়, বুধবার তারা বেইজিংয়ে পৌঁছেছেন। তাদেরকে স্বাগত জানিয়েছেন শি জিনপিং। ফ্রান্স এবং ইউরোপীয় কমিশনের দুই নেতার এই যৌথ সফর চীনের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে।
ম্যাক্রোঁ এবং ভন ডার লিয়েনও ইউক্রেইন যুদ্ধ বন্ধে এবং পাশাপাশি বৃহত্তম বাণিজ্যিক অংশীদার এবং ইউরোপীয় ইউনিয়নের বাড়তে থাকা বিভিন্ন প্রসঙ্গে আলোচনা করবেন চীনের প্রধানমন্ত্রীর সাথে।ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় বসে ইউক্রেইন সমস্যা সমাধানের চেষ্টা নিয়েছিলেন। এবার চীনের সঙ্গে একই আলোচনা করবেন।
ফ্রান্সের এলিসি প্রাসাদের এক মুখপাত্র সাংবাদিকদের জানান, ইউক্রেইন যুদ্ধ অবসানে চীনের দেওয়া প্রস্তাবে একমত হওয়ার মতো কিছু বিষয় ম্যাক্রোঁ খুজে পেয়েছেন।তবে ব্রাসেলস থেকে চীন সফরের ক্ষেত্রে ভন ডার লিয়েনকে কেউ কেউ ‘ব্যাড কপ’ বলছেন। কারণ, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে তার দৃঢ় সম্পর্ক রয়েছে এবং ন্যাটোর অবস্থান নিয়ে তিনি সোচ্চার। ফলে চীন সফরে এর নেতিবাচক প্রভাবের আশঙ্কা আছে।
সফরে ম্যাক্রোঁর সফরসঙ্গী থাকছেন অন্তত ৫০ জন সিইও বা প্রধান নির্বাহী কর্মকর্তা। আর ম্যাক্রোঁর আমন্ত্রণেই চীনে যাচ্ছেন ভন ডার লিয়েন। তারা ইউক্রেইন যুদ্ধ নিয়ে চীনের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় কি ফল নিয়ে আনতে পারেন সেদিকে নজর থাকবে সবার।