রাজধানীতে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডে দগ্ধ ৮ জনেরও অবস্থাও আশঙ্কাজনক। তারা শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন। দগ্ধদের কেউই আশঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। ট্রেনে আগুনের এই ঘটনাকে নাশকতা বলে ধারণা করছে পুলিশ। যাতে প্রাণ গেছে ৪জনের।

শুক্রবার রাতে হওয়া এই অগ্নিকাণ্ডের ঘটনার পর দু’দিনের জন্য ২১ জোড়া ট্রেনের যাত্রা বাতিল করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। এমন নাশকতার কারণে যাত্রীরাও রয়েছেন শঙ্কায়।

কমলাপুর স্টেশনে দাঁড়িয়ে আছে আগুনে পুড়ে যাওয়া বেনাপোল এক্সপ্রেস ট্রেন। শুক্রবার রাতে রাজধানীর গোপিবাগে যাত্রীবাহী ট্রেনটিতে আগুন লাগে। পুড়ে যায় পাওয়ার কারসহ ৩টি বগি।

আগুনে পুড়ে ৪জন মারা যায়। দগ্ধ হন ৮জন। যারা শেখ হাসিনা বার্ণ ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে ১ শিশু ও ১ নারী সহ ৭ পুরুষ রয়েছেন।

এমন ঘটনায় ট্রেনের যাত্রীরা শঙ্কিত। তবে বাধ্য হয়েই যাতায়াত করতে হচ্ছে বলে জানালেন তারা।

নিরাপত্তাজনিত কারণে ২১ জোড়া লোকাল, মেইল ও কমিউটার ট্রেনের যাত্রা আজ ও আগামীকালের জন্য বন্ধ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। নাশকতার আশঙ্কায় ট্রেনে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে।

এদিকে, বিএনপি জোটের ডাকা হরতালকে ঘিরে নাশকতার আশঙ্কায় বাড়তি সতর্ক আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনী। দেশের বিভিন্ন স্থান থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে। শুক্রবার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাস থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকালে মেহেরপুরের গাংনী উপজেলার সড়কের উপর থেকে ৪টি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ।

নির্বাচনী কাজে খাগড়াছড়ি জেলা সদর থেকে দীঘিনালা উপজেলায় যাওয়ার পথে অতিরিক্ত জেলা প্রশাসক জুনায়েত কবির সোহাগের গাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। ভোরে চাঁদপুরে আনন্দ পরিবহনের একটি বাসে আগুন দেয়া হয়েছে। এতে বাসের হেলপার অগ্নিদগ্ধ হয়েছেন। তিনি  চাঁদপুর সরকারি হাসপাতালে চিকিৎসাধীন। গতরাতেও ঢাকা-সিলেট মহাসড়কে একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।