আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে র্যাঙ্কিং আপডেট করেছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। তিন ম্যাচে চার উইকেট নেওয়া বাঁ-হাতি স্পিন অলরাউন্ডার সাকিব বোলিং র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে সেরা দশে ঢুকেছেন। ওয়ানডের বোলিং র্যাঙ্কিংয়ে দশ নম্বরে আছেন তিনি। এর আগে ছিলেন ১৩ নম্বরে। ওয়ানডে র্যাঙ্কিং অনুযায়ী তিনিই দেশের সেরা বোলার।
ব্যাটিং র্যাঙ্কিংয়ে লিটন দাস এগিয়েছেন তিন ধাপ। তিনি আছেন ৩৮তম অবস্থানে। ওয়ানডে সিরিজ জেতা আফগান ক্রিকেটাররা র্যাঙ্কিংয়ে লম্বা লাফ দিয়েছেন। ওপেনার ইব্রাহিম জাদরান ১১ ধাপ এগিয়ে ১৬তম অবস্থানে রয়েছেন। রহমানুল্লাহ গুরবাজ ৩৭ ধাপ এগিয়ে ৪৫ নম্বরে আছেন।
চট্টগ্রামে আফগানদের বিপক্ষে সিরিজে ২-১ ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ। সেখানে বাঁহাতি স্পিনে তিন ম্যাচে ৪ উইকেট নেন সাকিব। এতে তিন ধাপ এগিয়েছেন ৩৬ বছর বয়সী তারকা। তিনি আছেন বোলিং র্যাঙ্কিংয়ের ১০ নম্বরে। তার রেটিং পয়েন্ট ৬১৮।
পাঁচ ধাপ এগিয়ে তাসকিন উঠেছেন ৪৫তম স্থানে। আফগানদের বিপক্ষে দুই ম্যাচে ৩ উইকেট শিকার করেন তিনি। তাইজুলের উন্নতি হয়েছে নয় ধাপ। সিরিজের শেষ ম্যাচটিতে কেবল খেলার সুযোগ পেয়ে তিনি পান ২ উইকেট। তিনি রয়েছেন ৫৬ নম্বরে।
বোলিং র্যাঙ্কিংয়ের সেরা একশতে থাকা বাংলাদেশের বাকি ক্রিকেটাররা হলেন মোস্তাফিজুর রহমান (২২ নম্বরে), শেখ মেহেদী হাসান (২৯ নম্বরে) ও ইবাদত হোসেন (৯৯ নম্বরে)।
আফগানিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডেতে বাংলাদেশের জয়ে ম্যাচসেরার পুরস্কার পান শরিফুল ইসলাম। এই সংস্করণে তিনি ক্যারিয়ারসেরা বোলিংয়ে ২১ রানে দখল করেন ৪ উইকেট। তারপরও শীর্ষ একশতে নেই তরুণ বাঁহাতি পেসার।
বোলারদের তালিকায় আগের মতোই সবার উপরে আছেন জশ হ্যাজেলউড। অস্ট্রেলিয়ার ডানহাতি পেসারের রেটিং পয়েন্ট ৭০৫। শীর্ষ পাঁচের বাকি স্থানগুলোতে আছেন যথাক্রমে মোহাম্মদ সিরাজ, মিচেল স্টার্ক, রশিদ খান ও ম্যাট হেনরি।