টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ সময় কাটাচ্ছেন সাকিব আল হাসান। শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচেও তার কাছে বাড়তি প্রত্যাশা ছিল। কিন্তু ব্যাট হাতে প্রত্যাশার জবাবটা ঠিকমতো দিতে পারলেন না। মাত্র ১০ রান করে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন তিনি।
আজ (রবিবার) শারজা ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে সুপার টুয়েলভের প্রথম ম্যাচে নেমেছে বাংলাদেশ। টস হেরে ব্যাটিং নেমে সাকিবের বিদায়ে হারায় দ্বিতীয় উইকেট। স্কোর ১০ ওভারে ২ উইকেটে ৭২ রান।
লিটন-কুমারার উত্তপ্ত বাক্যবিনিময়
আগের ওভারেই লাহিরু কুমারা বল ছুঁড়ে মেরেছিলেন নাঈম শেখের দিকে। মাথা নিচু করে নিজেকে রক্ষা করেন নাঈম। পরের ওভারে এসে লিটন দাসকে আউট করলেন এই পেসার। কিন্তু পরিস্থিতি ঘোলাটে হয়ে উঠেছিল এই দুজনের উত্তপ্ত বাক্যবিনিময়ে। লিটনের সঙ্গে কিছু একটা নিয়ে তর্কে জড়িয়েছিলেন কুমারা। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন দুজন মুখোমুখি এসে দাঁড়িয়ে পড়েন। শেষমেশ শ্রীলঙ্কান ফিল্ডার ও নাঈমের মধ্যস্থতায় পরিস্থিতি ঠাণ্ডা হয়।