ইংলিশ প্রিমিয়ার লিগে শেষ মিনিটের গোলে ব্রাইটনের কাছে হেরে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ঘরের মাঠে বৃহস্পতিবার (চৌঠা মে) রাতের ম্যাচটি ১-০ গোলে জিতে লিগ টেবিলে ছয়ে উঠে এসেছে ব্রাইটন।

প্রতিপক্ষের মাঠে শুরুতেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচের দ্বিতীয় মিনিটেই দলকে এগিয়ে দেওয়ার সুযোগ পেয়েছিলেন ইউনাইটেডের ব্রাজিলিয়ান তারকা আন্তনি। কিন্তু সুযোগ নষ্ট করেন এই উইঙ্গার। ম্যাচের ৪ মিনিটে অবিশ্বাস্য দক্ষতায় নিশ্চিত গোলের হাত থেকে ইউনাইটেডকে রক্ষা করেন দাভিদ দি গিয়া।

১৮ ও ২৬ মিনিটে দুবার এগিয়ে যাওয়ার ভালো সম্ভাবনা জাগায় ইউনাইটেড। প্রথমে কাসেমিরোর হেড লক্ষ্যভ্রষ্ট হওয়ার পর মার্কাস রাশফোর্ডের শট দারুণ নৈপুণ্যে ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক জেসন স্টিল। তাতে প্রথমার্ধ গোলশূন্য অবস্থায় শেষ হয়।

দ্বিতীয়ার্ধে প্রায় পুরোটা সময়ই আধিপত্য করেছে ব্রাইটন। পুরো ম্যাচে প্রায় ৬০ শতাংশ সময় বল দখলে রেখে গোলের উদ্দেশ্যে ২২টি শট নেয় তারা, যার মধ্যে লক্ষ্যে ছিল ৬টি। আর ইউনাইটেডের ১৬ শটের ৫টি ছিল লক্ষ্যে।

এরপর ম্যাচ যখন গোলশূন্য ড্রয়ে শেষ হওয়ার অপেক্ষায়, তখনই মঞ্চস্থ হয় আসল নাটক। ৯৯ মিনিটে কর্নার থেকে উড়ে আসা বল ক্লিয়ার করতে গিয়ে হ্যান্ডবল করে বসেন লুক শ। ভিএআর মনিটরে দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। নিখুঁত স্পট কিকে লক্ষ্যভেদ করেন আর্জেন্টাইন মিডফিল্ডার আলিস্তের।

শেষ মিনিটের এই গোলে ইউনাইটেডকে হতাশ করে পূর্ণ ৩ পয়েন্ট আদায় করে নেয় ব্রাইটন।

এই হারে লিগ টেবিলে তৃতীয় স্থানে ওঠার সুযোগ হারাল ইউনাইটেড; ৩৩ ম্যাচে ১৯ জয় ও ৬ ড্রয়ে ৬৩ পয়েন্ট নিয়ে চার নম্বরে তারা। ৩২ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে আছে ব্রাইটন।