রিয়াল মাদ্রিদের বর্তমান কোচ কার্লো অ্যানচেলত্তি ব্রাজিলের কোচ হবেন এমন একটি সংবাদ ছড়িয়ে পড়েছে। তবে এ খবরকে ভিত্তিহীন বলে বিবৃতি দিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।

ইএসপিএন ব্রাজিল গতকাল তাদের এক প্রতিবেদনে জানায়, ইতালিয়ান কোচ কার্লো অ্যানচেলত্তি রিয়াল মাদ্রিদ ছেড়ে ব্রাজিলের জাতীয় দলের কোচ হচ্ছেন। জুনে তিনি ব্রাজিলের দায়িত্ব গ্রহণ করবেন। এ ব্যাপারে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের সঙ্গে মৌখিক চুক্তি হয়েছে তার।

ব্রাজিল ইএসপিএনে খবরটি প্রকাশিত হওয়ার পর চারদিকে ছড়িয়ে পড়ে। এ নিয়ে শুরু হয় আলোচনা। পরে সিবিএফ এক বিবৃতি দিয়ে জানিয়েছে, ইএসপিএন ব্রাজিল-এর খবরটি ভিত্তিহীন। কোচের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হলে সেটি আনুষ্ঠানিকভাবেই জানানো হবে।

এর আগে, এ খবরের সত্যতা অস্বীকার করেন অ্যানচেলত্তি। সংবাদমাধ্যমকে এই কোচ বলেন, ‘আমি এ বিষয়ে কিছু জানি না। ব্রাজিলে তারা কী খবর ছেপেছে, তাও আমি জানি না। আমি রিয়াল মাদ্রিদের কোচ। ২০২৪ সালের জুন পর্যন্ত আমার চুক্তি আছে।’

কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়ার পর দলের দায়িত্ব থেকে পদত্যাগ করেন হেড কোচ তিতে। এরপর আর মাঠে নামেনি ব্রাজিল দল। আগামী মার্চে আন্তর্জাতিক বিরতিতে সেলেসাওদের জার্সিতে ফেরার কথা। ব্রাজিলের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, অন্তর্র্বতীকালীন কোচ হিসেবে অনূর্ধ্ব ২০ দলের দায়িত্বে থাকা রামোন মেনেজেজ আপদকালীন দায়িত্ব সামলাবেন।