ব্রাজিলে ফুটবল ভক্তদের বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ৭ জন নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ২৭ জন। রোববার দক্ষিণ-পূর্ব ব্রাজিলের মিনাস গেরাইস রাজ্যের বেলো হরিজন্তের কাছে এক হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এমন তথ্য জনিয়েছে সংবাদমাধ্যম এএফপি।
এএফপি জানায়, সাও পাওলোর করিন্থিয়ানস ফুটবল ক্লাবের ৪০ জনেরও বেশি ভক্ত ওই বাসে ছিলেন। আগের রাতে বেলো হরিজন্তে থেকে একটি ম্যাচ দেখে ফিরছিলেন।
আহত যাত্রীরা জানান, নিয়ন্ত্রণ হারানোর কিছুক্ষণ আগে বাসচালক চিৎকার করে বলেছিল, বাসের ব্রেক কাজ করছে না।
মিনাস গেরাইস ফায়ার সার্ভিসের কর্মকর্তা লেফটেন্যান্ট ফার্নান্দো ফ্রয়েস হতাহতের সংখ্যা জানালেও হাসপাতালে ভর্তি হওয়া আহত ব্যক্তিরা কী অবস্থায় ছিলেন তা বলেননি।
এদিকে ব্রাজিলের ন্যাশনাল এজেন্সি অফ ল্যান্ড ট্রান্সপোর্টেশন (এএনটিটি) এক বিবৃতিতে জানিয়েছে, বাসটি অনিবন্ধিত ছিল এবং এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাত্রী পরিবহনের অনুমোদন ছিল না।












